Allegation of Rigging

কেরলের স্থানীয় নির্বাচনে বৃহনল্লাদের দিয়ে ভোট লুঠের অভিযোগ সিপিআইএমের বিরুদ্ধে, বিজেপি কর্মীদের সঙ্গে তুমুল হাতাহাতি, থানায় অভিযোগ দায়ের

এ দিন সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সাত ঘণ্টা পরে, দুপুরের মধ্যে কেরলের স্থানীয় নির্বাচনের প্রথম দফায় ৫০ শতাংশের বেশি ভোটদান সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী ১১ ডিসেম্বর। আগামী ১৩ ডিসেম্বর ভোট গণনা হবে।

কেরলে স্থানীয় নির্বাচনে উত্তেজনা।
নিজস্ব সংবাদদাতা, তিরুবনন্তপুরম
  • শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১০:০৭

‘কেরল মডেল’! সেখানকার স্থানীয় নির্বাচনে ভোট লুঠের অভিযোগ উঠল। মঙ্গলবার কেরলের তিরুবনন্তপুরমের ভাঞ্চিয়ুরে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, সেখানকার একটি ওয়ার্ডে বৃহনল্লাদের জড়ো করে দেদার ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। তা বাধা দিতে গেলে স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সিপিএম কর্মীরা। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।

কেরলের বেশ কয়েকটি জেলায় পঞ্চায়েত, পুরসভার নির্বাচন শুরু হয়েছে। মঙ্গলবার প্রথম দফার নির্বাচন ছিল। তিরুবনন্তপুরমের ভাঞ্চিয়ুরের একটি ওয়ার্ডের বুথে ভোটগ্রহণকে কেন্দ্র করে ব‍্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, বেশ কয়েক জন বৃহনল্লাদের জড়ো করে দেদার ছাপ্পা ভোট দেওয়ানো হয়েছে। খবর পেয়েই বিজেপি কর্মীরা বাধা দেন। এর পরেই বিজেপি কর্মীদের ওপর ওই বৃহনল্লারা চড়াও হয়। পাল্টা হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। এর পরেই তাঁরা রাস্তায় বসে পড়েন। বেশ কিছু ক্ষণ অবরোধ চলার পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বিজেপির দাবি, তাঁদের ভোটার তালিকায় নাম ছিল না। তাও তাঁদের ভোট দিতে দেখা গিয়েছে। শাসকদল সিপিআইএম তাঁদের বাইরে থেকে নিয়ে এসে ভোট লুঠ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তাঁরা। একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদন অনুযায়ী, অভিযোগ ওঠার পর কিছু ট্রান্সজেন্ডার ব্যক্তি বিজেপি কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিজেপি কর্মীরা সেখানকার ২ নম্বর বুথের ভোটার তালিকা দেখিয়ে দাবি করেন যে ওই বুথে একটিও ভোটার নেই। এর মধ্যেই তাদের মধ্যে কিছু বিজেপি কর্মী রাস্তার ওপর বসে প্রতিবাদ  জানান। আর দলীয় নেতারা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

সিপিআইএম এই বিজেপির দাবি নস্যাৎ করে জানায়, ভোটার তালিকায় বৃহনল্লা ভোটার রয়েছেন। কেরলের শাসকদলের কথায়, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে চারবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। তা-ও এই অভিযোগ তোলা হচ্ছে। বামপন্থী নেতাদের যুক্তি, বিজেপি উত্তরপ্রদেশ ও বিহারের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। যা তারা হতে দেবে না।

অন্যদিকে, পুলিশ উত্তেজনা প্রশমনে হস্তক্ষেপ করে। ভাঞ্চিয়ুর থানার এক আধিকারিক জানিয়েছেন, উভয় পক্ষের বিরুদ্ধে হামলা ও অশ্রাব্য ভাষা ব্যবহারের অভিযোগে মামলা রুজু হয়েছে। বর্তমানে দু’পক্ষের বয়ান রেকর্ড করা হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার থেকে স্থানীয় পুরসভা এবং পঞ্চায়েতে নির্বাচন শুরু হয়েছে। মোট দু’দফায় ভোটগ্রহণ হবে। এ দিন প্রথম দফায়, তিরুবনন্তপুরম, কোল্লাম, পথানমথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়ম, ইডুক্কি ও এরনাকুলম—মোট সাতটি জেলায় পঞ্চায়েত, পুরসভা এবং তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশনে ১১ হাজারের বেশি ওয়ার্ডে ভোট গ্রহণ হয়। 

এ দিন সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সাত ঘণ্টা পরে, দুপুরের মধ্যে কেরলের স্থানীয় নির্বাচনের প্রথম দফায় ৫০ শতাংশের বেশি ভোটদান সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী ১১ ডিসেম্বর। আগামী ১৩ ডিসেম্বর ভোট গণনা হবে।


Share