Rape

চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণ, জীবন সংঘর্ষে হাসপাতালে, চিকিৎসাধীন তদন্তে পুলিশ

গুরুগ্রামে নির্জন এলাকায় নিয়ে গিয়ে চলন্ত গাড়ির ভিতরে এক তরুণীকে গণধর্ষণ। পরে চলন্ত গাড়ি থেকেই তাঁকে রাস্তায় ফেলে দেওয়া হয়। এরপর কোনও ভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন নির্যাতিতা। তাঁকে প্রথমে ফরিদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, গুরুগ্রাম
  • শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৬:১৯

নির্জন এলাকায় নিয়ে গিয়ে চলন্ত গাড়ির ভিতরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে গুরুগ্রামে। পরে চলন্ত গাড়ি থেকেই তাঁকে রাস্তায় ফেলে দেওয়া হয়। মঙ্গলবার ভোররাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে।

একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ ২৫ বছরের ওই তরুণী বাড়ি থেকে বেরোন। পরিবারকে জানান, তিনি এক বন্ধুর বাড়িতে যাচ্ছেন এবং দুই-তিন ঘণ্টার মধ্যেই ফিরে আসবেন। তবে ফেরার সময় অনেকটা রাত হয়ে যায়, তখন রাস্তায় যান চলাচলও তুলনামূলকভাবে কম ছিল।

এই সময় তিনি একটি গাড়িতে ওঠেন, যেখানে দু’জন ব্যক্তি ছিলেন। গন্তব্যে পৌঁছে দেওয়ার বদলে অভিযুক্তরা গাড়িটি গুরুগ্রাম-ফরিদাবাদ সড়কের দিকে নিয়ে যায় বলে অভিযোগ। প্রায় তিন ঘণ্টা ধরে তরুণীকে আটকে রাখা হয়। এরপর একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কুয়াশা ও তীব্র ঠান্ডার কারণে রাস্তায় লোকজন কম থাকায় তাঁর চিৎকার কেউ শুনতে পাননি। পরে এসজিএম নগরের রাজা চকের কাছে চলন্ত গাড়ি থেকেই তাঁকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়।

এরপর কোনও ভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন নির্যাতিতা। তাঁকে প্রথমে ফরিদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রাথমিকভাবে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে রেফার করলেও পরে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share