Fire Incident

অন্ধ্রপ্রদেশের চলন্ত ট্রেন অগ্নিকাণ্ড, ভস্মীভূত পরপর দুটি কোচ, ঝলসে মৃত্যু হল একজনের

ক্ষতিগ্রস্ত দু’টি কোচকে ট্রেন থেকে আলাদা করে ফেলা হয়। তার পরেই এর্নাকুলামের দিকে রওনা হয়। ক্ষতিগ্রস্ত কোচের যাত্রীদের তাদের গন্তব্যে পাঠানো হবে বলে জানানো হয়। কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। তবে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

চলন্ত ট্রেনে লাগল আগুন।
নিজস্ব সংবাদদাতা, অমরাবতী
  • শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১১:২১

চলন্ত ট্রেনে লাগল আগুন। সেখানে টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসের আগুন লেগেছে বলে জানা গিয়েছে। পরপর দু’টি কোচে আগুন লাগে। সব যাত্রীরা বেরিয়ে আসতে পারলেও এক ব‍্যক্তির ঝলসে মৃত্যু হয়েছে। রবিবার রাতে ঘটনাটি হয়েছে।

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে আনাকাপালি জেলায় ইয়ালামানচিলিতে স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। ট্রেনটি টাটানগর থেকে এর্নাকুলমের দিকে যাচ্ছিল। যাত্রীদের কথায় প্রথমে বি১ এসি কোচে আগুন লাগে। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এম২ এসি কোচে। আগুন দেখে আপৎকালীন চেন টেনে ট্রেন থামিয়ে দেন যাত্রীরা। দ্রুত ট্রেনের কামরাগুলো খালি করা হয়। রেল সূত্রের খবর, ওই ট্রেনের একটি কামরায় ৮২ জন ও অন্য কামরায় ৭৬ জন যাত্রী ছিলেন। রবিবার মধ্যরাতে ১২টা ৪৫ মিনিট নাগাদ ট্রেনে আগুন লাগার খবর পান।

খবর পেয়ে পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছোন। তাঁরা ওই এক্সপ্রেস ট্রেনের বি১ কোচ থেকে একটি মৃতদেহ পাওয়া গেছে। ইতিমধ্যেই তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। নিহত ব্যক্তির নাম চন্দ্রশেখর সুন্দরম। কয়েক ঘন্টার প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দু’টি কোচকে ট্রেন থেকে আলাদা করে ফেলা হয়। তার পরেই এর্নাকুলামের দিকে রওনা হয়। ক্ষতিগ্রস্ত কোচের যাত্রীদের তাদের গন্তব্যে পাঠানো হবে বলে জানানো হয়। কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। তবে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। দু’টি ফরেনসিক দল কোচগুলি থেকে নমুনা সংগ্রহ করেছে বলে এক রেলের আধিকারিক জানিয়েছেন।


Share