Accident

জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত্যু মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যা প্রেরণা বচ্চন-সহ তিনজনের

ভোরের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইন্দোরে প্রাণ হারালেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যা প্রেরণা বচ্চন-সহ তিনজন। দ্রুতগতির গাড়ির ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু, গুরুতর আহত এক।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ইন্দোর
  • শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১২:৪০

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের কন্যা প্রেরণা বচ্চন। একই ঘটনায় মৃত্যু হয়েছে আরও দু’জনের। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ইন্দোরের তেজাজি নগর থানার অন্তর্গত এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে সারারাত পার্টি করার পর ভোরে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের দ্রুতগতির গাড়ি একটি ট্রাকে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন প্রেরণা বচ্চন, প্রখর কাশলিওয়াল, মানু সান্ধু ও অনুষ্কা রাঠি। বৃহস্পতিবার প্রখরের জন্মদিন উপলক্ষে তাঁরা মোহাওতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তালামণ্ডল এলাকা পেরিয়ে বাইপাসে ওঠার মুখেই দুর্ঘটনাটি ঘটে।

ধাক্কার জেরে টাটা নেক্সন গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রখর, প্রেরণা ও মানুর। গুরুতর আহত অনুষ্কা রাঠিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ক্রেন ও গ্যাস কাটারের সাহায্যে গাড়ি কেটে দেহগুলি উদ্ধার করতে হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা।

দুর্ঘটনার খবর পেয়ে ইন্দোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চন। হাসপাতালে পৌঁছেছেন কংগ্রেসের একাধিক নেতাও। দুর্ঘটনায় জড়িত ট্রাকটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি, ঘটনার পূর্ণ বিবরণ জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


Share