Bihar Election

১২টার মধ্যেই নিভে গেল আরজেডির লন্ঠন! রাঘোপুরে পিছিয়ে তেজস্বী, ভরাডুবি মহাগঠবন্ধনের

বর্তমানে ২৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট এগিয়ে রয়েছে ১৮৯টি আসনে। যেখানে মহাগঠবন্ধন দাঁড়িয়ে রয়েছে ৫০টির মধ্যে। অন‍্যান‍্যরা এগিয়ে রয়েছে চারটি আসনে। এনডিএ জোটে বিজেপি এগিয়ে রয়েছে ৮৫টি আসনে। নীতীশ কুমারের জেডিইউ এগিয়ে রয়েছে ৭৬টি আসনে।

বিহারে ভারাডুবি মাহাগঠবন্ধনের।
নিজস্ব সংবাদদাতা, পটনা
  • শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ০২:০৫

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর পরে প্রথম বিহার বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়। ১২টার মধ্যেই নিভতে বসেছে লন্ঠন প্রতীক নিয়ে দাঁড়িনো আরজেডি। রাঘোপুরে হাজার হাজার ভোটে পিছিয়ে পড়লেন লালু-পুত্র তেজস্বী যাদব। ভরাডুবি অবস্থা মহাগঠবন্ধনের।

রাঘোপুর কেন্দ্র থেকে লড়ছেন মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। সপ্তম রাউন্ড গণনার শেষে তিনি সেখানে বিজেপি প্রার্থী সতীশ কুমারের থেকে ৩৪৩ ভোটে পিছিয়ে রয়েছেন। 

তারাপুরে বিজেপি প্রার্থী সম্রাট চৌধুরী ১১ রাউন্ড গণনার শেষে আরজেডি প্রার্থী অরুণ কুমারের থেকে ১২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। সরাইরঞ্জন কেন্দ্রে জেডিইউ প্রার্থী বিজয়কুমার চৌধুরী আরজেডি প্রার্থী অরবিন্দকুমার সাহানির থেকে পাঁচ হাজার ভোটে এগিয়ে রয়েছেণ। মোকামার জেডিইউ প্রার্থী অনন্তকুমার সিংহ আরজেডি প্রার্থী বীণা দেবীর থেকে ১৯ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। বাঁকিপুর নিতিন নবীন আরজেডি প্রার্থীর থেকে ৩৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

বর্তমানে ২৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট এগিয়ে রয়েছে ১৮৯টি আসনে। যেখানে মহাগঠবন্ধন দাঁড়িয়ে রয়েছে ৫০টির মধ্যে। অন‍্যান‍্যরা এগিয়ে রয়েছে চারটি আসনে। এনডিএ জোটে বিজেপি এগিয়ে রয়েছে ৮৫টি আসনে। নীতীশ কুমারের জেডিইউ এগিয়ে রয়েছে ৭৬টি আসনে। এলজেপি (রামবিলাস) এগিয়ে রয়েছে ২২টি আসনে। পাঁচটি আসনে এগিয়ে রয়েছে হাম এবং আরএলএম এগিয়ে রয়েছে তিনটি আসনে। 

অন‍্যদিকে, মহাগঠবন্ধনের আরজেডি ৩৪টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে আছে  সাতটি আসনে। বামেরা এগিয়ে আছে আটটি আসনে। আইআইপি এগিয়ে আছে ছ’টি আসনে। ভিআইপি একটি আসনে এগিয়ে রয়েছে। 

অনেকটাই এগিয়ে গেল এনডিএ।বিজেপি ৭০টি আসনে এগিয়ে রয়েছে। সব মিলিয়ে এনডিএ ম‍্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে। অনেকটাই পিছিয়ে রয়েছে তেজস্বীর। কংগ্রেসের অবস্থা আরও শোচনীয়। ফের সরকার গঠনের মুখে এনডিএ।


Share