Delhi Blast

আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়কে ঘিরে জটিলতা,দিল্লি বিস্ফোরণের পর নিখোঁজ অধ্যাপক নিসার

- ২০২৩ সালে সন্ত্রাসযোগের অভিযোগে বরখাস্ত হন চিকিৎসক নিসার উল হাসান। পরে তাঁকে আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজে অধ্যাপক করা হয়। দিল্লি বিস্ফোরণের পর থেকে তিনি নিখোঁজ।

আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিসার-উল-হাসান
নিজস্ব সংবাদদাতা, হরিয়ানা
  • শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ০৫:৩৮

অভিযোগ আছে, আল ফালাহ্ পরিকাঠামো নাশকতার কাজে ব্যবহার করা হয়েছিল। ইসলামি জঙ্গি চিকিৎসক মুজাম্মিল, শাহিন ও উমর এতে জড়িত ছিলেন বলে দাবি। বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটিও ১২ দিন বিশ্ববিদ্যালয় চত্বরে ছিল।

২০২৩ সালে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ উঠেছিল নিসার উল হাসানের ওপর। এর পরেই চিকিৎসক পদ থেকে তাকে বরখাস্ত করেছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। পরে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজে তাকে অধ্যাপক হিসেবে নিয়োগ করা হয়। বুধবার এনডিটিভি-র এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর থেকেই নিসার নিখোঁজ বলে জানা গেছে। 

দিল্লি বিস্ফোরণের পর থেকেই দেশের নজর পড়েছে হরিয়ানার ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে। ইতিমধ্যেই নাশকতা কাণ্ডে জড়িত কয়েক জনের সঙ্গে আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের যোগাযোগের অভিযোগ উঠেছে। নাশকতা কান্ডে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। সেখানকার ইসলামি জঙ্গি চিকিৎসক-অধ্যাপক মুজাম্মিল আহমেদ, শাহিন সাহিদ, উমর মহম্মদ নবিরা সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-ই-মহম্মদ এবং আনসার গজবত-উল-হিন্দের নাশকতার পরিকল্পনা বাস্তবায়িত করছিল বলে অভিযোগ। এমনকি দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরক বোঝাই গাড়িটিও প্রায় ১২ দিন ধরে বিশ্ববিদ্যালয় চত্বরে রাখা ছিল বলে জানা গেছে।

বুধবার আল ফালাহ্ কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছে। তারা জানিয়েছে, তাদের প্রতিষ্ঠান থেকে কোনও বিস্ফোরক বা নাশকতার সরঞ্জাম উদ্ধার হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, তারা তদন্তকারী সংস্থার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে।

প্রসঙ্গত, ২০২৩ সালে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন মনোজ সিংহ। সে বছর ২১ নভেম্বর তিনি সংবিধানের ৩১১(২)(সি) অনুচ্ছেদ প্রয়োগ করে চিকিৎসক নিসার-উল-হাসানকে বরখাস্ত করেন। জানা গেছে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে তদন্ত ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে বরখাস্ত হওয়া নিসারই চাকরি পান আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কলেজে।

সোমবার দিল্লির কাছে হরিয়ানার ফরিদাবাদ থেকে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ। পরে জম্মু ও কাশ্মীর পুলিশ জানায়, উত্তর ভারতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই ঘটনায় আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক মুজ়াম্মিল ও শাহিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে দাঁড়ানো একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় ১৩ জনের। এখন তদন্ত করে দেখা হচ্ছে—বিস্ফোরক উদ্ধার ও লালকেল্লার বিস্ফোরণের মধ্যে কোনও যোগ রয়েছে কি না। ইতিমধ্যেই এনআইএ-সহ একাধিক তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে। চলছে লাগাতার তল্লাশি ও ধরপাকড়। যে গাড়িতে বিস্ফোরণ হয়েছিল, তার চালক ছিলেন ইসলামি জঙ্গি চিকিৎসক উমর উন নবি। ঘটনায় নিহত হয়েছেন সে। তার মায়ের ডিএনএ পরীক্ষা করানো হয়েছে। উমরের দেহ শনাক্তকরণ করা হয়েছে।


Share