Parliament Session

লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করার সময় তুমুল হট্টগোল, কাগজ ছিঁড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে ছুড়ল বিরোধীরা

বিল পড়ে শোনাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় তাঁকে কাগজে টুকরোগুলি ছোড়া হয়। মুলতুবি করে দেওয়া হয় লোকসভা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে ছোড়া হয় কাগজের টুকরো।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২০ আগস্ট ২০২৫ ১১:৩০

লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা নিয়ে হট্টগোলের মাঝে বিরোধীরা কাগজ ছিঁড়ে শাহের দিকে ছুড়ে মারলেন। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভায় অধিবেশন মুলতুবি হয়ে গিয়েছে।

এ দিন ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর সঙ্গে পেশ করা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার (সংশোধনী) এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিলও। ১৩০তম সংবিধান সংশোধনী বিল অনুযায়ী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের কোনও মন্ত্রী কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে ৩০ দিন হেফাজতে থাকেন তাহলে ৩১তম দিনে তিনি মন্ত্রিত্ব হারাবেন। পাঁচ বছর বা তার বেশি জেল হতে পারে সেই সব অপরাধকে ‘গুরুতর’ হিসেবে ধরা হবে।

বিরোধীদের অভিযোগ, এই বিল আইনে পরিণত হলে তার মাধ‍্যমে বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগাবে। অবিজেপি রাজ‍্যের মুখ্যমন্ত্রী বা সেই রাজ্যের অন্যান্য মন্ত্রীদের এই আইনকে হাতিয়ার করে বিপদে ফেলা হতে পারে। সেই কারণেই লোকসভায় বিরোধীরা বিক্ষোভ দেখিয়েছে বলে দাবি।

বুধবার লোকসভায় হট্টগোল চলাকালীন উল্টো দিকের ওয়েলে দাঁড়িয়ে বিরোধী সাংসদরা বিলের কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করেন। এর পরে যেখানে শাহ দাঁড়িয়ে ছিলেন, সেদিকেই কাগজের টুকরোগুলি ছোড়েন। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিল পড়ছিলেন। কাগজের টুকরো গায়ে উড়ে এলেও কোনও গুরুত্ব দেননি তিনি। তবে লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধীদের থামানোর চেষ্টা করেন। হট্টগোল না থামায় লোকসভা মুলতবি করে দেন।

বিরোধীদের এমন আচরণে নিন্দা করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি। আলোচনার মাধ্যমে সমাধানের বার্তা দেওয়া হয়েছে। এ দিন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, “দেশের জনগণ আমাদের এখানে কাজ করার জন্য পাঠিয়েছে।” কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্ন, “বিরোধীরা কি শুধু হট্টগোল করতেই এখানে এসেছেন?”। বিরোধীদের প্রতি রিজিজুর বক্তব্য, “গণতন্ত্রকে অপমান করলে মানুষ ক্ষমা করবে না। আলোচনা এবং বিতর্কের মধ্যে নিজেদের কাজ চালিয়ে যাওয়া উচিত।”


Share