DGCA

উড়ানে আর চার্জ নয়! লিথিয়াম আয়ন ব্যাটারির ঝুঁকিতে বিমানে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহারে নিষেধাজ্ঞা ডিজিসিএর

লিথিয়ান আয়ন ব্যাটারি থেকে দুর্ঘটনার আশঙ্কায় উড়ানের সময় পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার নিষিদ্ধ করল ডিজিসিএ। কেবিন ব্যাগে বহন করা গেলেও মোবাইল বা অন্য ডিভাইস চার্জ করা যাবে না।

পাওয়ার ব্যাঙ্ক
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ০৩:৫৯

লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে দুর্ঘটনার আশঙ্কায় বিমানের মধ্যে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার নিষিদ্ধ করল অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। নয়া নির্দেশিকা অনুযায়ী, যাত্রীরা হ্যান্ডব্যাগ বা কেবিন ব্যাগে পাওয়ার ব্যাঙ্ক বহন করতে পারবেন, তবে উড়ানের সময় তা ব্যবহার করে মোবাইল, ট্যাবলেট বা অন্য কোনও ডিজিটাল ডিভাইস চার্জ দেওয়া যাবে না।

বর্তমানে মোবাইল, ট্যাবলেট, স্মার্টওয়াচ-সহ অধিকাংশ আধুনিক ডিভাইসেই ব্যবহৃত হয় লিথিয়াম আয়ন ব্যাটারি। দ্রুত চার্জ হওয়া ও দীর্ঘদিন ব্যবহারের সুবিধা থাকলেও, পাতলা গঠনের কারণে এই ব্যাটারি সহজেই অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। অতিরিক্ত তাপের ফলে ব্যাটারি ফেটে গিয়ে আগুন বা বিস্ফোরণের মতো ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। উড়ানের মধ্যে এমন ঘটনা ঘটলে তা ভয়াবহ বিপদের কারণ হতে পারে, এই আশঙ্কাতেই ডিজিসিএ এই সিদ্ধান্ত নিয়েছে।

নির্দেশিকায় আরও জানানো হয়েছে, বিমানের ক্রুরা যাত্রীদের নতুন নিয়ম সম্পর্কে অবহিত করবেন। কোনও ডিভাইস অতিরিক্ত গরম হয়ে গেলে, ধোঁয়া বা অস্বাভাবিক গন্ধ বেরোলে সঙ্গে সঙ্গে ক্রুদের জানাতে হবে। এমন ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট উড়ান সংস্থাকে সরাসরি ডিজিসিএ-কেও রিপোর্ট করতে হবে।

উল্লেখ্য, শুধু ভারত নয়, এর আগেই সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরশাহি-সহ একাধিক দেশে বিমানের মধ্যে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহারে একই ধরনের বিধিনিষেধ চালু হয়েছে। সাধারণত, পাওয়ার ব্যাঙ্কে ১০,০০০ এমএএইচ বা তার বেশি ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে, যা অতিরিক্ত গরম হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। ডিজিসিএ-র নিয়ম অনুযায়ী, চেক-ইন লাগেজে ডিজিটাল ডিভাইস বহন নিষিদ্ধ হলেও কেবিন ব্যাগে তা রাখা যায়। কেবিনের মধ্যেই যাতে কোনও বড় দুর্ঘটনা না ঘটে, সেই নিরাপত্তা নিশ্চিত করতেই এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।


Share