Indian Army

সমাজমাধ্যমে কোনও মন্তব্য নয়, ব‍্যবহার করতে পারবেন শুধু পর্যবেক্ষণের জন্য, ভারতীয় সেনার কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল প্রতিরক্ষা মন্ত্রক

লিঙ্কডিনে কেবলমাত্র চাকরির উদ্দেশ্যে জীবনবৃত্তান্ত আপলোড করতে পারবেন। তা অবশ্যই সম্ভাব্য কর্মী বা নিয়োগকর্তা সম্পর্কে তথ্য জানার জন্য ব্যবহার করা যাবে বলে প্রতিরক্ষা মন্ত্রক নির্দেশ দিয়েছে।

সেনাকর্মীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি প্রতিরক্ষা মন্ত্রকের।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৭

সেনাবাহিনীর কর্মীরা সমাজমাধ্যম ব্যবহার করতে পারবেন কিন্তু কোনও মন্তব্য করতে পারবেন না। করতে পারবেন না কোনও পোস্টও। সেই মর্মে একগুচ্ছ নির্দেশিকা জারি করল প্রতিরক্ষা মন্ত্রক। নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ বলে সূত্রের খবর।

সংবাদমাধ্যম এএনআই সূত্রের খবর, সেনাকর্মী এবং কর্তারা ইনস্টাগ্রাম, ফেসবুকে কোনও পোস্ট বা মন্তব্য করতে পারবেন না। ওই সব সমাজমাধ‍্যম অ‍্যাপগুলি শুধুমাত্র দেখা এবং পর্যবেক্ষণের জন্য ব‍্যব্যবহার করতে পারবেন। ইন্সটাগ্রামে কোনও মন্তব্য বা মতামত প্রকাশ করা যাবে না।

এএনআই এর একটি প্রতিবেদন অনুযায়ী, সেনাকর্মীরা স্কাইপ, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো অ্যাপে গোপন তথ্য আদানপ্রদান করতে পারবেন। তবে তথ্য আদানপ্রদান করতে পারবেন পরিচিত ব্যক্তিদের সঙ্গেই। তবে প্রাপকের পরিচয় সঠিকভাবে যাচাই করার দায়িত্ব সম্পূর্ণভাবে ব্যবহারকারী সেনাকর্মী বা কর্তাদেরই। 

এ ছাড়াও, ইউটিউব, এক্স ( সাবেক টুইটার), কোয়োরা ও ইনস্টাগ্রাম-এ শুধুমাত্র নীরব অংশগ্রহণের অনুমতি রয়েছে। অর্থাৎ তথ্য বা জ্ঞান আহরণের জন্য তা ব্যবহার করা যাবে। তিনি কোনও নিজস্ব কনটেন্ট, পোস্ট, বার্তা বা কোনও ইউজার-জেনারেটেড কনটেন্ট আপলোড করা সম্পূর্ণ নিষিদ্ধ। 

এর পাশাপাশি, লিঙ্কডিনে কেবলমাত্র চাকরির উদ্দেশ্যে জীবনবৃত্তান্ত আপলোড করতে পারবেন। তা অবশ্যই সম্ভাব্য কর্মী বা নিয়োগকর্তা সম্পর্কে তথ্য জানার জন্য ব্যবহার করা যাবে বলে প্রতিরক্ষা মন্ত্রক নির্দেশ দিয়েছে।

জাতীয় নিরাপত্তা স্বার্থে এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 


Share