Bihar Cabinet

টানা দশমবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, জোটের শক্তি নিয়ে বিহারে গঠন হল নতুন ২৬ জনের মন্ত্রিসভা, বিজেপি থেকে ১৪ জন

বিহারে নীতীশ কুমারের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিল। জেডি(ইউ), বিজেপি ও সহযোগী দল মিলে অভিজ্ঞ এবং তরুণদের নিয়ে মন্ত্রিসভা গঠন হয়েছে। উপ-মুখ্যমন্ত্রী হয়েছেন সম্রাট চৌধুরী ও বিজয়কুমার সিনহা।

বিহারের মন্ত্রিসভা
নিজস্ব সংবাদদাতা, বিহার
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ০৬:৪২

বিহারে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে। টানা দশম বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে তিনি নিজের দফতরগুলির তালিকাও প্রকাশ করেছেন। সাধারণ প্রশাসন, মন্ত্রিসভা সচিবালয়, স্বরাষ্ট্র, নজরদারি ও নির্বাচন দফতর সরাসরি নীতীশের অধীনেই থাকবে।

বিহারের নতুন সরকারে দু’জন উপ-মুখ্যমন্ত্রী—বিজেপির সম্রাট চৌধুরী ও বিজয়কুমার সিনহা। তাঁদের উপস্থিতিতে বিজেপির গুরুত্বও আরও স্পষ্ট হয়েছে।

নীতীশের ক্যাবিনেটে জেডি(ইউ)-এর তরফে মন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন বিজয়কুমার চৌধুরী, বিজেন্দ্রকুমার যাদব, শ্রাবণ কুমার, মদন সাহনি, লেসি সিংহ, অশোক চৌধুরী, প্রাক্তন আইপিএস অফিসার সুনীল কুমার এবং মহম্মদ জামা খান। এর আগেও তাঁদের প্রশাসনিক পদে ছিলেন। তাই অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মোদী-নীতীশের এনডিএ জোট।

অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে মঙ্গল পান্ডে, দিলীপকুমার জয়সওয়াল, নীতিন নবীন, রামকৃপাল যাদব, সঞ্জয় সিংহ, অরুণশঙ্কর প্রসাদ, সুরেন্দ্র মেহতা, নারায়ণ প্রসাদ, রমা নিষাদ, লক্ষ্মীকুমার রোশন, শ্রেয়সী সিংহ এবং প্রমোদ কুমার নীতীশের ক্যাবিনেটে স্থান পেয়েছেন। অভিজ্ঞতার পাশাপাশি তরুণ মুখও জায়গা পেয়েছে এনডিএ জোটের মন্ত্রী তালিকায়।

এ ছাড়াও, এনডিএ জোটের হাম থেকে সন্তোষকুমার সুমন, এলজেপি (রামবিলাস) থেকে সঞ্জয় কুমার ও সঞ্জয়কুমার সিংহ এবং আরএলএম থেকে দীপক প্রকাশ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

নতুন জোট সরকারের এই মন্ত্রিসভা একদিকে যেমন পুরনো অভিজ্ঞদের ধরে রেখেছে, তেমনই অন্যদিকে নানা সামাজিক ও রাজনৈতিক সমীকরণ মিলিয়ে এক বিস্তৃত প্রতিনিধিত্বের ছবি তুলে ধরেছে। আগামী দিনে এই মন্ত্রিসভা রাজ্যের প্রশাসনিক গতি কতটা বাড়াতে পারে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।


Share