Road Accident

সরকারি বাসের টায়ার ফেটে পর পর দু’টি গাড়িতে ধাক্কা, তামিলনাড়ুর পথ দুর্ঘটনায় ন’জনের মৃত্যু, গুরুতর জখম তিন জন

স্থানীয় রামনাথম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। মৃত ও জখমদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ি।
নিজস্ব সংবাদদাতা, চেন্নাই
  • শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১২:৪০

তামিলনাড়ুর কাড্ডালোরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ন’জনের। স্থানীয় সূত্রে খবর, কাড্ডালোরের জাতীয় সড়কে একটি সরকারি বাসের টায়ার ফেটে যায়। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ডিভাইডার টপকে উল্টো দিকের পর পর দুটি গাড়িকে বাসটি ধাক্কা মারে। দুর্ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েক জন।

জানা গিয়েছে, ভোররাতে কুড্ডালোর জেলার থিট্টাকুডির কাছে এঝুথুর এলাকায় জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। সেখানে রাজ্য পরিবহন নিগমের (এসইটিসি) একটি বাস তিরুচি থেকে চেন্নাই যাচ্ছিল। সেই সময় বাসটির টায়ার ফেটে যায়। এর পরেই বাসটি ডিভাইডার টপকে বিপরীত দিকের লেনে ঢুকে পড়ে। তার পরেই ওই লেন দিয়ে আসা পর পর দু’টি গাড়িতে ধাক্কা মারে। 

এ দিনের দুর্ঘটনায় অন্তত ন’জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রের খবর, তাঁদের মধ্যে সাত জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। মৃতের মধ্যে দু’জন শিশুও রয়েছে। জখম হয়েছেন তিন জন। তাঁদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। 

স্থানীয় রামনাথম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। মৃত ও জখমদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


Share