Maoist Leader Killed

বিহারের বেগুসরাইয়ে পুলিশের গুলিতে নিকেশ মাওবাদী জঙ্গি নেতা দয়ানন্দ, মাথার দাম ছিল ৫০ হাজার, গ্রেফতার আরও দু’জন

ধৃতদের কাছ থেকে ইনসাস রাইফেল, পিস্তল এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। বিহার পুলিশের এক কর্তার কথায়, সংগঠনে দয়ানন্দ মালাকার ছোটু নামেই পরিচিত। তার বিরুদ্ধে ১৪টি ফৌজদারি মামলা রয়েছে। তার মাথার দাম ছিল ৫০ হাজার টাকা।

মাওবাদী জঙ্গি নেতা দয়ানন্দ মালাকার খতম।
নিজস্ব সংবাদদাতা, পটনা
  • শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ০৫:৩১

বিহারে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ মাওবাদী জঙ্গি নেতা দয়ানন্দ মালাকার ওরফে ছোটু। তিনি উত্তর বিহারের কেন্দ্রীয় জোনাল কমিটির সম্পাদক ছিলেন। তার মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। 

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বিহার পুলিশের এসটিএফের কাছে খবর আসে বেগুসরাইয়ে একদল মাওবাদী জঙ্গি লুকিয়ে আছে। এর পরেই সেখানে অভিযান চালানো হয়। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। টের পেয়ে পালানোর চেষ্টা করে। অভিযোগ, তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের গুলির লড়াইয়ের মাওবাদী জঙ্গি দয়ানন্দ মালাকার জখম হয়। দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়।

গুরুতর জখম অবস্থায় মাওবাদী জঙ্গি নেতা দয়ানন্দ মালাকারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। বিহার পুলিশের তরফে বিবৃতি জারি করে সংঘর্ষের খবর জানানো হয়েছে। জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ইনসাস রাইফেল, পিস্তল এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। বিহার পুলিশের এক কর্তার কথায়, সংগঠনে দয়ানন্দ মালাকার ছোটু নামেই পরিচিত। তার বিরুদ্ধে ১৪টি ফৌজদারি মামলা রয়েছে। তার মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। পাশাপাশি, মাওবাদী জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে কোনও পুলিশকর্মী জখম হননি। 


Share