Lokayukta Raid At Karnataka

কর্ণাটকের কংগ্রেসের মন্ত্রীর ব্যক্তিগত সচিবের বাড়িতে লোকায়ুক্তের অভিযান, উদ্ধার কোটি কোটি টাকার গয়না

তদন্তকারীরা জানিয়েছেন, এতো অবৈধ সম্পদের উৎস কী তা জানার জন‍্য নথি পরীক্ষা করে দেখা হচ্ছে। বাগালকোটের লোকায়ুক্ত থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। তল্লাশি অভিযানের সময় দুটি কফি এস্টেট (কোডাগু) এবং একটি রিসোর্টেও (এইচডি কোট, মাইসোর) অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তাঁরা।

মন্ত্রীর ব‍্যক্তিগত সচিবের নাম সরফরাজ খান।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৪:১৪

কংগ্রেস শাসিত কর্ণাটকে সরকারি আধিকারিকের বাড়িতে লোকায়ুক্তের অভিযানে উদ্ধার হল কোটি কোটি টাকার গয়না। ওই সরকারি আধিকারিকের নাম সরফরজ খান। তিনি কর্নাটকের মন্ত্রীর ব‍্যক্তিগত সচিব। সোনার গয়না ছাড়াও উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তির কাগজ।

জানা গিয়েছে, সরফরাজ খান কংগ্রেস নেতা তথা কর্নাটক সরকারের আবাসন এবং সংখ‍্যালঘু কল‍্যাণ দফতরের বি জমির আহমেদ খানের ব‍্যক্তিগত সচিব। এর আগে সরফরাজ খান স্থায়ীভাবে সমবায় সমিতির অডিট বিভাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি মন্ত্রী বি জমির আহমেদ খানের ব‍্যক্তিগত সচিব হিসেবে ডেপুটেশনে চলে যান।

অবৈধ সম্পদের মামলার তদন্ত চলছে। তারই অংশ হিসেবে বুধবার সকালে লোকায়ুক্ত বেঙ্গালুরুর হালাসুরুর বাসভবন এবং কোডাগুয়ে মাইসোরে থাকা বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায়। মোট ১৩টি লোকেশনে অভিযান চালানো হয়।

লোকায়ুক্ত জানিয়েছে, অভিযানে প্রায় তিন কোটি টাকার বেশি সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে কোটি টাকা মূল‍্যের চারটি বাড়ির নথি, ৩৭ একর কৃষি জমির নথি, ৬৬ হাজার ৫০০ টাকা নগদ, এক কোটি ৬৪ লক্ষ টাকার বিলাসবহুল গাড়ি, এক কোটি ২৯ লক্ষ টাকার ব‍্যাঙ্কের আমানত সংক্রান্ত কাগজপত্র এবং আট কোটি ৪৪ লক্ষটাকার স্থাবর সম্পত্তির হদিশ মিলেছে। তাঁদের দাবি, তার কাছ থেকে প্রায় ১৪ কোটি ৩৮ লক্ষ কোটি মূল্যের সন্দেহজনক সম্পদের সন্ধান পাওয়া গেছে।

তদন্তকারীরা জানিয়েছেন, এতো অবৈধ সম্পদের উৎস কী তা জানার জন‍্য নথি পরীক্ষা করে দেখা হচ্ছে। বাগালকোটের লোকায়ুক্ত থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। তল্লাশি অভিযানের সময় দুটি কফি এস্টেট (কোডাগু) এবং একটি রিসোর্টেও (এইচডি কোট, মাইসোর) অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তাঁরা। 


Share