Bihar Election

বিহারে গেরুয়া ঝড়, খড়কুটোর মতো উড়ে গেল মহাজোট, সরকার গঠনের মুখে এনডিএ

আলিনগর থেকে বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুর আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রের থেকে সাড়ে চার হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বানকিপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী নিতিন নবীন এগিয়ে রয়েছেন। এগিয়ে রয়েছেন নিতীশ কুমার। রাঘোপুর থেকে পিছিয়ে রয়েছেন বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব।

বিহারে বিজেপির কর্মীদের উচ্ছ্বাস।
নিজস্ব সংবাদদাতা, পটনা
  • শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১১:৩৬

বিহারে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। গণনা শুরু হতেই শুরু হল গেরুয়া ঝড়। অনেকটাই এগিয়ে গেল এনডিএ।বিজেপি ৭০টি আসনে এগিয়ে রয়েছে। সব মিলিয়ে এনডিএ ম‍্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে। অনেকটাই পিছিয়ে রয়েছে তেজস্বীর। কংগ্রেসের অবস্থা আরও শোচনীয়। ফের সরকার গঠনের মুখে এনডিএ।

সমস্ত ভোট পরবর্তী সমীক্ষায় উঠে এসেছে, এনডিএ ফিরছে। তাঁরাই সরকার গঠন করতে পারে বলে আভাস পাওয়া গিয়েছিল। এ বার সেই সম্ভাবনায় আরও জোরালো হল। বর্তমানে এনডিএ এগিয়ে রয়েছে ১৯৩টি আসনে। এনডিএ জোটে বিজেপি এগিয়ে রয়েছে ৮১টি আসনে। নিতীশ কুমারের জেডিইউ এগিয়ে রয়েছে ৮৬টি আসনে। এলজেপি (রামবিলাস) এগিয়ে রয়েছে ২১টি আসনে এবং হাম এগিয়ে রয়েছে চারটি আসনে। আরএলএম এগিয়ে রয়েছে একটি আসনে।

অন্যদিকে, গণনার শুরুতে মহাজোট ৭৮টি আসনে এগিয়ে থাকলেও পরে অনেকটাই পিছিয়ে পড়েছে। এর মধ্যে আরজেডি এগিয়ে রয়েছে ৩৫টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৭টি আসনে। গণনার শুরুতে তাঁরা এগিয়ে ছিল ১৫টি আসনে। বামেরা পাঁচটি আসনে এগিয়ে রয়েছে। বাকিরা এখনও খাতাই খুলতে পারেনি।

আলিনগর থেকে বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুর আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রের থেকে সাড়ে চার হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বানকিপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী নিতিন নবীন এগিয়ে রয়েছেন। এগিয়ে রয়েছেন নিতীশ কুমার। রাঘোপুর থেকে পিছিয়ে রয়েছেন বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। তিনি বিজেপি প্রার্থী সতীশ কুমারের থেকে ১২৭৩ ভোটে পিছিয়ে রয়েছেন। 


Share