Journalist Allegedly Been Murdered

উত্তরপ্রদেশে সাংবাদিককে কুপিয়ে খুনের অভিযোগ, পুলিশের পাল্টা এনকাউন্টারে জখম অভিযুক্ত, অবশেষে গ্রেফতার

পুলিশ সূত্রের খবর, সাংবাদিক লক্ষ্মীনারায়ণ সিংহ (৫০) ধুমানগঞ্জ থানার এলাকায় অলকাপুরী কলোনিতে থাকতেন। বৃহস্পতিবার রাতে তিনি লাইনস থানা এলাকায় খবর সংগ্রহ করতে যান।

সাংবাদিক খুনে গ্রেফতার অভিযুক্ত।
নিজস্ব সংবাদদাতা, কানপুর
  • শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ০১:০৪

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সাংবাদিক খুনে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই বিশাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। বিশালকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ এনকাউন্টার করে। সেই গুলি তার পায়ে লাগে। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়। 

অতিরিক্ত পুলিশ কমিশনার অজয় পাল শর্মা জানান, নিহত সাংবাদিকের নাম লক্ষ্মীনারায়ণ সিংহ। গত ২২শে অক্টোবর, বৃহস্পতিবার তাঁর সঙ্গে অভিযুক্তের কোন বিষয় নিয়ে ঝগড়া হয়। সেই দিনই বিশাল বাজার থেকে একটি ছুরি কিনে আনে। সুযোগ পেয়ে সাংবাদিক লক্ষ্মীনারায়ণ সিংকে কুপিয়ে খুন করে বিশাল, এমনই অভিযোগ উঠেছে। 

এর পরই ঘটনার তদন্তে নামে ধুমানগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, সাংবাদিক লক্ষ্মীনারায়ণ সিংহ (৫০) ধুমানগঞ্জ থানার এলাকায় অলকাপুরী কলোনিতে থাকতেন। বৃহস্পতিবার রাতে তিনি লাইনস থানা এলাকায় খবর সংগ্রহ করতে যান। সেখানেই তাঁর ওপর ছুরি দিয়ে বেশ কয়েক বার আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরে বেশ কয়েক জন সাংবাদিক ও আইনজীবীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। 

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, 'ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের কোনোভাবেই ছাড়া হবে না। তার সঙ্গে সাংবাদিকের পরিবারকেও সম্ভাব্য সাহায্য করা হবে।' নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ নেহেরু পার্ক ঘেরাও করে। পুলিশকে দেখে বিশাল ও তার সাদরেকরা গুলি চালায় পাল্টা পুলিশ গুলি চালালে সেই গুলি বিশালের পায়ে গিয়ে লাগে। এরপরই বিশালকে গ্রেফতার করা হয়।


Share