Superstition Kills Woman

বিহারের নওয়াদায় ডাইনি অপবাদে পিটিয়ে খুনের অভিযোগ, আটক ৩ অভিযুক্ত

শিশুর অসুস্থতার দায় ‘ডাইনি’ অপবাদে চাপিয়ে বিহারের নওয়াদায় পিটিয়ে খুন তিন সন্তানের জননী কিরণ দেবীকে। কুসংস্কারের বলি ফের এক নারী, ঘটনায় আটক তিন জন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পটনা
  • শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০২:৫৭

পাশের বাড়ির একটি শিশু অসুস্থ হয়ে পড়ায় শুরু হয় বিপত্তি। চিকিৎসকেরা জানিয়েছিলেন, শিশুটির ব্রেনে সমস্যা রয়েছে। দীর্ঘ চিকিৎসা প্রয়োজন। কিন্তু তা মানতে নারাজ ছিল শিশুর বাবা মহেন্দ্র চৌধুরী ও তাঁর পরিবার।

তাদের অভিযোগ, প্রতিবেশী কিরণ দেবী ‘ডাইনি’ এবং তাঁর ‘কালাজাদু’র কারণেই শিশু অসুস্থ হয়েছে। এই কুসংস্কারের জেরেই তিন সন্তানের মা, ৩৫ বছরের কিরণ দেবীকে পিটিয়ে খুন করা হয়। ঘটনাটি বিহারের নওয়াদা জেলার রাজৌলি থানা এলাকার।

পরিবারের দাবি, মহেন্দ্র চৌধুরী, মুকেশ চৌধুরী, নাটরু চৌধুরী ও শোভা দেবী ইট, পাথর ও লোহার রড দিয়ে কিরণের উপর হামলা চালায়। তাঁকে বাঁচাতে ছুটে আসেন তাঁর দুই জা ও স্বামী, কিন্তু তাঁদেরও মারধর করা হয়। পুলিশ জানিয়েছে, চারজন আহতের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর ছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে কিরণ দেবীর মৃত্যু হয়েছে।

রাজৌলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক রঞ্জিত কুমার জানান, এলাকায় আত্মীয়তার সম্পর্ক থাকা দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল, যার জেরেই এই সংঘর্ষ। তাঁর কথায়, দু’পক্ষ মিলিয়ে চার থেকে পাঁচ জন আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। ফরেন্সিকের দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, নওয়াদা জেলায় কুসংস্কারজনিত এই ধরনের ঘটনা নতুন নয়। আগেও ডাইনি অপবাদে এক মহিলাকে পুড়িয়ে মারার মতো ঘটনার সাক্ষী থেকেছে এই এলাকা। আবার ২০২৫ সালের অগস্টে নওয়াদার হিসুয়া থানা এলাকায় এক দম্পতির উপর হামলার ঘটনায় স্বামী প্রাণ হারান এবং স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়।


Share