Bangladesh Turmoil

বাংলাদেশে হিন্দু বিধবা মহিলাকে গণধর্ষণ! গাছে বেঁধে কেটে দেওয়া হল মাথার চুল, হাসপাতালে চিকিৎসার পরে থানায় অভিযোগ দায়ের

শনিবার সন্ধ্যায় ওই বিধবা মহিলার গ্রাম থেকে যখন দু’জন আত্মীয় এসেছিলেন। বাড়ির গেট খোলা থাকার সুযোগ নিয়ে শাহিন ও তার সঙ্গী হাসান জোর করে ভিতরে ঢুকে পড়ে। বাড়িতে যারা এসেছিলেন তাদের অন্য একটি ঘরে আটকে রেখে মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বাংলাদেশ
  • শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৯:৪১

বাংলাদেশে নৈরাজ‍্য থামার যেন নাম নেই। এ বার হিন্দু বিধবা মহিলার থেকে দাবি মতো টাকা না মেলায় গণধর্ষণের অভিযোগ। তার পরে গাছে বেঁধে মাথার চুল কেটে নেওয়া হয়েছে বলেও দাবি। তার পরে আবার নির্যাতন। ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিনি আড়াই বছর আগে বাংলাদেশের কালীগঞ্জ পুররসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহিন ও তার ভাইয়ের কাছ থেকে ২০ লক্ষ টাকার বিনিময় তিন শতক জমি-সহ একটি দোতলা বাড়ি কিনেছিলেন। এরপর থেকেই শাহিন তাঁকে অশালীন প্রস্তাব দিতে শুরু করে। তাতে তিনি অসম্মতি জানান। এরপর থেকেই তাঁকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়।

শনিবার সন্ধ্যায় ওই বিধবা মহিলার গ্রাম থেকে যখন দু’জন আত্মীয় এসেছিলেন। বাড়ির গেট খোলা থাকার সুযোগ নিয়ে শাহিন ও তার সঙ্গী হাসান জোর করে ভিতরে ঢুকে পড়ে। বাড়িতে যারা এসেছিলেন তাদের অন্য একটি ঘরে আটকে রেখে মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

এরপরে নির্যাতিতার কাছ থেকে ৫০ হাজার টাকা চাওয়া হয়। না দিলে অভিযুক্তরা তাঁর আত্মীয়দের নিগ্রহ করে বলে অভিযোগ। এরপর ওই বিধবা মহিলা চিৎকার শুরু করলে, অভিযুক্তরা তাঁকে বাড়ি থেকে বের করে একটি গাছে বেঁধে তাঁর চুল কেটে দেয়। সেই ঘটনা তারা মোবাইলে রেকর্ডও করে। পরে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এখানেই শেষ নয়। ওই হিন্দু বিধবার ওপর ফের অত্যাচার চালানো হয়। তাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের সুপার মহম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ওই মহিলা প্রাথমিক ভাবে চিকিৎসকদের জানাননি কী হয়েছে। পরে মেডিক্যাল পরীক্ষা করে দেখা যায় যে তাঁকে হেনস্থা করা হয়েছে।

পরবর্তীতে ওই মহিলা কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। তাতে শাহিন ও হাসানের নাম উল্লেখ করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিলাল হোসেন বলেন, আমরা ওই মহিলাকে থানায় ডেকে তাঁর অভিযোগ নথিভুক্ত করেছি। তদন্তের পর, পুলিশ সর্বোচ্চ পদক্ষেপ নেবে।

সিঙ্গাপুরে বাংলাদেশে ইসলামিক সংগঠনের নেতা ওসমান হাদির মৃত্যু হয়। তার পর থেকে বাংলাদেশ জুড়ে অরাজকতা চলছে। ভালুকার হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে খুন করে মৃতদেহে আগুন ধরিয়ে দেয় ইসলামিক দুষ্কৃতীরা। শরিয়তপুরে হিন্দু প্রৌঢ়কে কুপিয়ে মুখে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং তাণ্ডব চলে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে ভারত। দীপুহত্যায় বিচারের দাবিতে সরব হয় দিল্লি। সেদেশের হিন্দুদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ময়মনসিংহের ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই ব্যাখ্যা করছিল।


Share