Anmol Bishnoi Extradition

এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের ঘটনায় অভিযুক্ত আনমোল সিদ্দিকি! আমেরিকা থেকে ফেরানো হচ্ছে দেশে, বাড়ানো হল দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা

বুধবার আনমোল বিষ্ণোইকে আমেরিকা থেকে প্রত‍্যর্পণ করা হচ্ছে। তাকে দিল্লি বিমানবন্দরে দিয়ে আনা হচ্ছে। সেই মর্মে বিমানবন্দর চত্বরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই মুহূর্তে সেখানে যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

আনমোল বিষ্ণোইকে আনা হচ্ছে ভারতে।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ০১:১০

বুধবার এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডে অভিযুক্ত ভারতের ‘মোস্ট ওয়ান্টেড গ‍্যাংস্টার’ আনমোল বিষ্ণোইকে দেশে নিয়ে আসা হচ্ছে। তিনি লরেন্স বিষ্ণোইয়ের ভাই। যদিও, প্রত্যর্পণের সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে তাঁর পরিবার। দিল্লির বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 

আনমোল বিষ্ণোই পঞ্জাবের ফাজিলকা জেলার বাসিন্দা। অভিযোগ, তিনি আন্তর্জাতিক অপরাধ জগতের সঙ্গে জড়িত রয়েছেন। আনমোল ‘গ‍্যাংস্টার’ লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই। মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হত্যার সঙ্গেও নাম জড়িয়েছে আনমোলের। আনমোল ‘স্ন্যাপচ্যাটের’ মাধ্যমে বাবা সিদ্দিকিকে খুনে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

২০২২ সালের মে মাসে গায়ক সিধু মুস ওয়ালার উপর হামলার ঘটনাতেও নাম জড়িয়েছে আনমোলের। এনআইএ-এর এক কর্তা একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, আনমোল মূলত লরেন্স বিষ্ণোইয়ের প্রধান বিদেশি হ্যান্ডলার হিসেবে কাজ করতেন। তোলাবাজির যে সাম্রাজ্য তৈরি করেছে তাঁরা, সেটাই পরিচালনা করতেন তিনি।

২০২৪ সালের এপ্রিল মাসে বলিউড অভিনেতা সলমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর দায়ও নিয়েছিল আনমোল বিষ্ণোই। এই ঘটনার পরে মুম্বই পুলিশ তার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল। সব মিলিয়ে, মোট ১৮টি অপরাধমূলক ঘটনায় অভিযুক্ত আনমোল বিষ্ণোই।

এনআইএ-এর ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’দের তালিকায় নাম রয়েছে আনমোলের। তাঁর খবর দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। তদন্তকারীদের দাবি, জাল পাসপোর্টের মাধ্যমে ভারত থেকে পালিয়ে যাওয়ার পর থেকে আনমল পলাতক ছিল। জানা গিয়েছে, তিনি নেপাল হয়ে ভারত ছেড়ে দুবাই যান। দুবাই থেকে কেনিয়া হয়ে অবশেষে আমেরিকা পৌঁছোন। গত বছরের নভেম্বরে তাকে আটক করা হয়েছিল।

বুধবার আনমোল বিষ্ণোইকে আমেরিকা থেকে প্রত‍্যর্পণ করা হচ্ছে। তাকে দিল্লি বিমানবন্দরে দিয়ে আনা হচ্ছে। সেই মর্মে বিমানবন্দর চত্বরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই মুহূর্তে সেখানে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

এই বিষয়ে আনমোলের ভাই রমেশ বিষ্ণোই একটি সংবাদমাধ্যমে বলেন, “আইন তার নিজস্ব গতিতে চলবে। যদি তাঁকে ভারতে আনা হয়, তা হলে ভারত সরকারের উচিত তার নিরাপত্তা নিশ্চিত করা। এটাই আমাদের দাবি। আমাদের পরিবার সর্বদা আইন মেনে চলে।”


Share