Delhi Airport

২১–২৬ জানুয়ারি দিল্লির আকাশে উড়ান নিষেধ, প্রজাতন্ত্র দিবসের মহড়ায় প্রভাব পড়তে পারে ৬০০ ফ্লাইটে

প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা জোরদারে দিল্লির আকাশপথে সাময়িক নিষেধাজ্ঞা। ২১–২৬ জানুয়ারি প্রতিদিন ২ ঘণ্টা ২৫ মিনিট বন্ধ থাকবে বিমান চলাচল, প্রভাব পড়তে পারে প্রায় ৬০০টি ফ্লাইটে।

দিল্লি বিমানবন্দর
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০৩:৪৮

প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তাজনিত কারণে দিল্লির আকাশপথে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার সরকার নোটাম জারি করে জানিয়েছে, ২১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময়ে দিল্লি বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ থাকবে। ওই ছ’দিন সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত, মোট ২ ঘণ্টা ২৫ মিনিট দিল্লির আকাশপথে কোনও ফ্লাইট চলাচল করবে না।

এই নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়বে বিমান পরিষেবায়। ওই সময়ে বহু উড়ান দেরিতে চলতে পারে, আবার একাধিক ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কাও রয়েছে। এ কারণে এয়ারলাইন্স সংস্থাগুলিকে আগাম প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

২৬ জানুয়ারি কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ঘিরে থাকে দেশজুড়ে আগ্রহ। রঙিন ট্যাবলো, সেনার প্যারেড, কমান্ডো প্রদর্শনী ও বিমানবাহিনীর অংশগ্রহণ—সব মিলিয়ে এই আয়োজনের মহড়া ও অন্যান্য প্রস্তুতির জন্যই এই নোটাম জারি করা হয়েছে।

এভিয়েশন অ্যানালিটিক্স সংস্থা সিরিয়াম-এর মতে, এই নিষেধাজ্ঞার ফলে প্রায় ৬০০টি ফ্লাইট প্রভাবিত হতে পারে। কারণ, নির্ধারিত সময়টি দিল্লি বিমানবন্দরের অন্যতম ব্যস্ত সময়। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিশ্বের বহু দেশ থেকেই এই সময়ে দিল্লিতে উড়ান আসে ও যায়।

যাত্রী ও এয়ারলাইন্স সংস্থাগুলিকে আগাম সতর্ক করতেই আট দিন আগে এই নোটাম জারি করা হয়েছে, যাতে সময়মতো বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।


Share