RJD former MP Anil Sahni joined BJP

বিজেপিতে যোগ দিলেন আরজেডির বিহার বিধানসভা নির্বাচনের ‘স্টার প্রচারক’ প্রাক্তন সাংসদ অনিল সাহানি

আরজেডি থেকে পদত্যাগ করে অনিল সাহনি অভিযোগ করেন, দলটি অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণীর নেতা-কর্মীদের ক্রমাগত অপমান করছে। তিনি বলেন, “দল এখন যোগ্যতা এবং সমর্থনের ভিত্তি-এর চেয়ে স্বজনপ্রীতি এবং তোষামোদ’কে অগ্রাধিকার দেয়।”

বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধানের হাত ধরে যোগ দিলেন অনিল সাহানি।
নিজস্ব সংবাদদাতা, পটনা
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১১:৫৬

রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) বিহার বিধানসভা নির্বাচনের জন্য প্রাক্তন সাংসদ অনিল সাহনিকে দলের ‘স্টার প্রচারক’ হিসেবে নিযুক্ত করেছিল। তবে, তিনি দল ছেড়ে আজ, বুধবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন।

পটনায় একটি বেসরকারি হোটেলে বিজেপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সমাবেশে অনিল সাহনি বিজেপিতে যোগ দেন। এ দিন আরজেডির প্রাক্তন বিধায়ক আশাদেবীও দলে যোগ দিয়েছেন। দলের রাজ্য নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-সহ অন্যান্য সিনিয়র নেতারা এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরজেডি থেকে পদত্যাগ করে অনিল সাহনি অভিযোগ করেন, দলটি অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণীর নেতা-কর্মীদের ক্রমাগত অপমান করছে। তিনি বলেন, “দল এখন যোগ্যতা এবং সমর্থনের ভিত্তি-এর চেয়ে স্বজনপ্রীতি এবং তোষামোদ’কে অগ্রাধিকার দেয়।”

অনিল সাহনির পদত্যাগ মহাজোটের জন্য একটি বড় ধাক্কা। তাঁকে বিহারের রাজনীতিতে একজন অভিজ্ঞ এবং তৃণমূলস্তরের নেতা হিসেবে বিবেচনা করা হত। আরজেডিতে যোগদানের আগে তিনি জেডিইউর সদস্য ছিলেন।


Share