Fire breaks out in building near Rashtrapati Bhavan

রাষ্ট্রপতি ভবন পরিসরে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

ভবন কমপ্লেক্সে একটি ছোট আগুনের খবর পাওয়া গেছে। নর্মদা অ্যাপার্টমেন্টের ১৯ নম্বর ফ্ল্যাট এবং রাষ্ট্রপতি ভবনের ৩১ নম্বর গেট থেকে আগুন লাগার খবর পাওয়া গেছে। দুপুর ২.১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১০:২৩

রাষ্ট্রপতি ভবনের ৩১ নম্বর গেটের কাছে একটি বিল্ডিংয়ে মঙ্গলবার আগুন লেগে যায়। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায়। দিল্লি পুলিশ সূত্রে খবর, আগুন এ দিন রাষ্ট্রপতি ভবনের ৩১ নম্বর গেট পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। 

মিনিট কুড়ি মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে জানান দমকলকর্মীরা। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে রাষ্ট্রপতি ভবনের অদূরেই আগুন লাগায় উত্তেজনার রেশ পৌঁছে যায় রাইসিনা হিলসেও । আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

দিল্লির দমকল সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে একটি ছোট আগুনের খবর পাওয়া গেছে। নর্মদা অ্যাপার্টমেন্টের ১৯ নম্বর ফ্ল্যাট এবং রাষ্ট্রপতি ভবনের ৩১ নম্বর গেট থেকে আগুন লাগার খবর পাওয়া গেছে। দুপুর ২.১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সম্প্রতি দিল্লিতে সাংসদদের আবাসনে আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছিল। অ্যাপার্টমেন্টের সব বাসিন্দাই লোকসভা বা রাজ্যসভার সাংসদ। দমকল দেরিতে পৌঁছোনোর অভিযোগ উঠেছিল সেখানে। যদিও অগ্নিকাণ্ডে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।


Share