Fire Incident

দিল্লির মেট্রো রেলের স্টাফ কোয়ার্টারে আগুন, মৃত্যু ১০ বছরের শিশু-সহ তিন জনের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছটি ইঞ্জিন এবং স্থানীয় থানার পুলিশ। তবে আবাসনের পাঁচ তলায় আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারীদের। দীর্ঘ চেষ্টার পর অবশেষ আগুন নেভানো সম্ভব হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০২:৫১

দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের স্টাফ কোয়ার্টারে বিধ্বংসী আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের তিন জনের। মঙ্গলবার ভোরে রাজধানীর আদর্শ নগর এলাকার ওই কোয়ার্টারের একটি ফ্ল্যাটে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছটি ইঞ্জিন এবং স্থানীয় থানার পুলিশ। তবে আবাসনের পাঁচ তলায় আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারীদের। দীর্ঘ চেষ্টার পর অবশেষ আগুন নেভানো সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী এবং তাঁদের মেয়ে। তাঁদের নাম যথাক্রমে অজয় (৪২), নীলম (৩৮) এবং তাঁদের ১০ বছরের মেয়ে জাহ্নবী। ঘুমের মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তাঁরা ঘর থেকে বেরোনোর সুযোগ পাননি বলে অনুমান পুলিশের। আগুন নেভার পরে তিনজনকেই অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কোথাও পকেট ফায়ার রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কী ভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দমকল এবং পুলিশ।

প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে ওই ফ্ল্যাটে আগুন লেগে থাকতে পারে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করছে। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ওই আবাসনের অগ্নি নির্বাপক ব্যবস্থার পরিস্থিতি।


Share