Road Accident

কর্নাটকে লরির জোরালো ধাক্কায় বাসে লাগলো আগুন, ঝলসে মৃত্যু ১৭ জনের, জখম আরও ১৫ জন, ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

কর্নাটকের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনায় মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

কর্নাটকের দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১১:৩৪

মধ‍্যরাতে কর্নাটকে ভয়াবহ দুর্ঘটনা। চিত্রদুর্গ জেলার দিল্লি-চেন্নাই ৪৮ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। সেখানে যাত্রীবাহী বাসকে লরির ধাক্কা ধাক্কা মারে। অভিঘাতে বাসে আগুন ধরে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ১৭ জনের। জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ৩২ জন যাত্রী নিয়ে একটি বাস গোকর্ণের দিকে যাচ্ছিল। বাসটি ডিভাইডার টপকে পাশের রাস্তায় চলে আসে। উল্টো দিক দিয়ে যাওয়ার সময় একটি কন্টেনার লরি সজোরে ধাক্কা মারে। এর পরেই ধরে যায় আগুন। 

কিছু বুঝে ওঠার আগেই আগুন মুহূর্তের মধ্যে গোটা বাসে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরে কেউ কেউ জানালা দিয়ে লাফ দেন। কিন্তু বেশিরভাগই বেরোতে পারেননি। আগুনে ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। আরও ১৫ জন গুরুতর জখম হন। ট্রাকের চালকের মৃত্যু হয়েছে। তবে বাসের চালক এবং খালাসি প্রাণে বেঁচে গিয়েছে। তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে।

কর্নাটক পুলিশের (পূর্ব) আইজি রবিকান্তে গৌড়া সাংবাদিকদের জানান, ৩২ জন যাত্রী নিয়ে গোকর্ণগামী ওই বাসটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর আগুনে ঘরে যায়। নিহতদের অধিকাংশই বাসের ভেতরেই জীবন্ত পুড়ে মারা গিয়েছেন। এই দুর্ঘটনায় আরও একটি ডিজেল ট‍্যাঙ্কার জড়িত রয়েছে বলে অনুমান করছে পুলিশ। আইজি রবিকান্তে আরও বলেন, জখমদের মধ্যে কয়েক জনকে সিরা এবং কয়েক জনকে তোমাকুরুতে পাঠানো হয়েছে। গুরুতর দগ্ধ একজন রোগীকে বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। মৃতদেহগুলির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলেও জানান ওই পুলিশকর্তা।

কর্নাটকের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনায় মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।


Share