Emergency landing of SpiceJet

মাঝরাতে মধ্যআকাশে গোলযোগের কারণে আপদকালীন অবতরণ।

উপস্থিত বিমান কর্মীরা পরিস্থিতি সামাল দেন এবং সফলভাবে বিমানটিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন। ঘটনাস্থলে কোন আহত এর খবর মেলেনি। যাত্রীরা সফলভাবে নেমে আসার পর স্পাইসজেটের একটি দল বিমানটিকে খতিয়ে দেখে ।

সংকটকালীন অবতরণ কলকাতা বিমানবন্দরে
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ০৭:২৬

মুম্বাই থেকে কলকাতাগামী স্পাইসজেট SG670 এর একটি ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ এর কারণে আপাদকালীন পরিস্থিতির সৃষ্টি হয়। তবে অভিজ্ঞ বিমান কর্মী এবং নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর কর্তৃপক্ষের যৌথ প্রয়াসে বিমানটি সফলভাবে সংকটকালীন অবতরণ করাতে সক্ষম হন। 

জানা যায় রবিবার রাতে স্পাইসজেটের SG670 নং বিমানটি মুম্বই থেকে কলকাতা ফিরছিল। প্রায় সাড়ে এগারোটা নাগাদ বিমানটি দক্ষিণ কলকাতার খুব নিচ থেকে যাচ্ছিল সেই সময় বিমান কর্তারা বিমানের দু নম্বর ইঞ্জিনটি থেকে ভয়াবহ আওয়াজ পায় এবং অবস্থা বুঝে কলকাতা বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছে তাৎক্ষণিক অবতরণের অনুরোধ করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ অবতরণের অনুমতি দেন এবং সম্ভাব্য সকল সংকটকালীন সাহায্য ও পরিষেবার ব্যবস্থা করেন। উপস্থিত বিমান কর্মীরা পরিস্থিতি সামাল দেন এবং সফলভাবে বিমানটিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন। ঘটনাস্থলে কোন আহত এর খবর মেলেনি। যাত্রীরা সফলভাবে নেমে আসার পর স্পাইসজেটের একটি দল বিমানটিকে খতিয়ে দেখে ।


Share