Cybar fraud in Mumbai

সিবিআই সেজে সাইবার ফাঁদ! আন্তর্জাতিক চক্রের জালে মুম্বইয়ের ব্যবসায়ী, খোয়ালেন ৫৮ কোটি

মুম্বইয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর মাধ্যমে ৫৮ কোটি টাকার সাইবার প্রতারণা! পুলিশ জানায়, আন্তর্জাতিক চক্র হংকং, চিন ও ইন্দোনেশিয়া থেকে এই প্রতারণা চালিয়েছে। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত চলা এই ঘটনায় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হয়। মহারাষ্ট্র পুলিশ আন্তর্জাতিক সহযোগিতায় তদন্ত শুরু করেছে।

ডিজিটাল অ্যারেস্ট
নিজস্ব সংবাদদাতা, মুম্বই
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০২:৩৩

আবারোও এক চাঞ্চল্যকর সাইবার প্রতারণার ভারতে। মুম্বইয়ের এক ব্যবসায়ীর কাছ থেকে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে ৫৮ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। মুম্বই পুলিশের দাবি, এত বিপুল অঙ্কের সাইবার প্রতারণা এর আগে দেশে ঘটেনি। তদন্তকারীরা জানিয়েছেন, এর সঙ্গে আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের যোগ রয়েছে, যার শিকড় হংকং, চিন এবং ইন্দোনেশিয়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগস্ট মাসে ওই ব্যবসায়ীকে ফোন করে নিজেকে সিবিআই আধিকারিক বলে পরিচয় দেন এক ব্যক্তি। তারপর জোর করে তাঁকে ভিডিয়ো কলে যুক্ত করা হয়। সেই কলে ঘণ্টার পর ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয়। এরপর বিভিন্ন সময়ে আবারও ভিডিয়ো কলে যোগাযোগ করে প্রতারকরা ধাপে ধাপে ৫৮ কোটি টাকা হাতিয়ে নেয়। পুলিশ জানায়, আগস্টের ২১ তারিখ থেকে অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত চলে এই প্রতারণা।

তদন্তে উঠে এসেছে, এটি কোনও পৃথক ঘটনা নয়। গত এক বছরেরও বেশি সময় ধরে একটি আন্তর্জাতিক সাইবার চক্র ভারতীয় নাগরিকদের টার্গেট করে আসছে। ডিজিটাল অ্যারেস্ট ও ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির মাধ্যমে এই চক্রটি ইতিমধ্যেই প্রায় ২০০০ কোটি টাকারও বেশি প্রতারণা করেছে বলে অনুমান পুলিশের।

মুম্বইয়ের এই ব্যবসায়ীর ক্ষেত্রেও একই কৌশল ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মহারাষ্ট্র পুলিশ, এবং চক্রটির মূল হোতাদের খোঁজে আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে অভিযান চলছে।


Share