Defence Bribery Bust

ঘুষের বিনিময়ে প্রতিরক্ষা পণ‍্য রপ্তানিতে সুবিধা! সিবিআই জালে লেফটেন্যান্ট কর্নেল ও তাঁর সহযোগী, তল্লাশিতে উদ্ধার বিপুল নগদ টাকা

ঘুষকাণ্ডে সিবিআইয়ের জালে প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিক। ধৃতের নাম লেফটেন্যান্ট কর্নেল দীপককুমার শর্মা। তাঁর সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। তল্লাশিতে উদ্ধার বিপুল নগদ উদ্ধার হয়েছে। তাঁর স্ত্রীর রাজস্থানের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে।

বাজেয়াপ্ত করা নগদ অর্থ।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ০৯:৩০

প্রতিরক্ষা পণ‍্য রপ্তানিতে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার আধিকারিককে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁর সহকারীকেও গ্রেফতার করা হয়েছে। সিবিআই জানিয়েছে, তাঁর ঠিকানায় তল্লাশি চালিয়ে নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল দীপককুমার শর্মা বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা পণ‍্য তৈরির দফতরের ডেপুটি প্ল্যানিং অফিসার পদে কর্মরত রয়েছেন। তিনি মূলত ওই দফতরের আন্তর্জাতিক প্রতিরক্ষা পণ‍্য ‘অপারেশন অ্যান্ড এক্সপোর্টস’ শাখার কাজকর্ম পরিচালনা করেন। তাঁর স্ত্রী কর্নেল কাজল বালি রাজস্থানের শ্রীগঙ্গানগরে অর্ডন্যান্স ইউনিটের ১৬ ইনফ্যান্ট্রি ডিভিশনে কমান্ডিং অফিসার পদে কর্মরত রয়েছেন।

অভিযোগ, লেফটেন্যান্ট কর্নেল দীপককুমার শর্মা প্রতিরক্ষা পণ্য উৎপাদন ও রপ্তানির সঙ্গে যুক্ত বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিদের ঘুষ এবং বিভিন্ন সুবিধা গ্রহণ করতেন। তার বিনিময়ে তাঁদের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিতেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পেরেছেন, দুবাইভিত্তিক ওই সংস্থার ভারতীয় কার্যক্রম দেখাশোনা করতেন রাজীব যাদব ও রভজিৎ সিংহ। তাদের বিরুদ্ধে অভিযোগ, রাজীব এবং রভজিৎ অভিযুক্ত সংস্থার হয়ে বিভিন্ন সরকারি দফতর ও মন্ত্রক থেকে বেআইনি সুবিধা আদায়ের চেষ্টা চালাতেন। এমনকি, ওই সংস্থার নির্দেশে গত বৃহস্পতিবার বিনোদ কুমার লেফটেন্যান্ট কর্নেল দীপককুমার শর্মার কাছে তিন লক্ষ টাকা ঘুষ পৌঁছে দেন বলে অভিযোগ। রাজীব যাদবকে গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্তে নেমে রাজস্থানের শ্রীগঙ্গানগর, বেঙ্গালুরু, জম্মু ও কাশ্মীর-সহ একাধিক স্থানে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআইয়ের দাবি, সেই তল্লাশি দিল্লিতে লেফটেন্যান্ট কর্নেল শর্মার বাড়ি থেকে দু’লক্ষ ২৩ হাজার টাকা নগদ এবং ঘুষের মাধ্যমে পাওয়া বাজেয়াপ্ত করা হয়েছে। শ্রীগঙ্গানগরে তাঁর স্ত্রী কর্নেল কাজল বালির বাড়ি থেকে উদ্ধার হয়েছে আরও ১০ লক্ষ টাকা নগদ। পাশাপাশি বিভিন্ন বেশ কিছু আপত্তিকর নথি ও ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। দিল্লিতে কর্নেল দীপককুমার শর্মার অফিসেও তল্লাশি অভিযান চালায় সিবিআই।

গ্রেফতার দুই অভিযুক্তকে শনিবার আদালতে পেশ করে সিবিআই। আগামী মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। কর্নেল দীপককুমার শর্মা, কর্নেল কাজল বালির সঙ্গে দুবাইভিত্তিক সংস্থার কীভাবে যোগাযোগ, কীভাবে টাকার লেনদেন হয়েছে তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।


Share