Bangladesh Turmoil

সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের মাঝেই বাংলাদেশে ফের হিন্দু খুন, কারখানার ভিতরে গুলি করে নিরাপত্তাকর্মীকে হত্যা

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের আবহে ময়মনসিংহে পোশাক কারখানায় গুলিতে নিহত হিন্দু নিরাপত্তাকর্মী বজেন্দ্র বিশ্বাস। সহকর্মীর ছোড়া গুলিতে মৃত্যু, গ্রেফতার অভিযুক্ত।

নিহত ব্যক্তি
নিজস্ব সংবাদদাতা, বাংলাদেশ
  • শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১২:৩৭

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের আবহে ফের এক হিন্দু ব্যক্তির মৃত্যুর ঘটনা সামনে এল। ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানার ভেতরে গুলিতে নিহত হলেন ৪২ বছরের বজেন্দ্র বিশ্বাস। তিনি ওই কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ ভালুকার মেহরাবাড়ি এলাকায় লাবিব গ্রুপের মালিকানাধীন সুলতানা সোয়েটার্স লিমিটেড কারখানায় ঘটনাটি ঘটে। অভিযোগ, একই কারখানায় কর্মরত সহকর্মী নিরাপত্তাকর্মী তথা আনসার সদস্য নোমান মিঁয়া বজেন্দ্র বিশ্বাসকে গুলি করে হত্যা করেন। ঘটনার পরই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘটনার সময় কারখানার ভেতরে দুই নিরাপত্তাকর্মীর মধ্যে কথাবার্তা চলছিল। সেই সময় মজা করার ছলে বজেন্দ্র বিশ্বাসের দিকে লাইসেন্সপ্রাপ্ত শটগান তাক করে নোমান মিঁয়া। তার পরেই গুলি চালায় বলে অভিযোগ। বজেন্দ্রর বাঁ পায়ের উরুতে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ভালুকা থানার পুলিশকর্তা মহম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত শটগানটি বাজেয়াপ্ত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যদিও অভিযুক্ত নোমান মিঁয়ার দাবি, অসাবধানতার জেরেই গুলি ছুটে যায়। তবে তার এই বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত দুই সপ্তাহে বাংলাদেশের পদ্মাপাড়ে এটি তৃতীয় সংখ্যালঘু হত্যাকাণ্ডের ঘটনা বলে দাবি করা হচ্ছে।


Share