Accident

নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরের জার্নালিস্ট কলোনি এলাকায় অডির ধাক্কায় মৃত ১, আহত ১৬

জয়পুরের জার্নালিস্ট কলোনি এলাকার খারাবাস সার্কেলের কাছে অডির ধাক্কায় মৃত একজন, গুরুতর আহত আরও ১৬ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গ্রেফতার এক, বাকি তিনজন পলাতক। তবে চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, জয়পুর
  • শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০১:২৭

শুক্রবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানের জয়পুরে। দ্রুতগতির একটি বিলাসবহুল অডি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন একজন। গুরুতর আহত আরও ১৬ জন। সেখানকার জার্নালিস্ট কলোনি এলাকার খারাবাস সার্কেলের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ রাস্তায় যথেষ্ট ভিড় ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অডি গাড়ি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর গাড়িটির দিক ঘুরে যায় পথচারীদের দিকে। তীব্র গতিতে এগিয়ে গিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা একাধিক ফুডস্টল ও পথচারীদের ধাক্কা মেরে প্রায় ৩০ মিটার পর্যন্ত চলে যায়। মুহূর্তের মধ্যেই সামনে থাকা সবকিছুকে পিষে দেয় অডি।

এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় রমেশ ব্যারওয়ার। আহত ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় অডি গাড়িতে চারজন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে একজনকে আটক করা হয়েছে, বাকি তিনজন পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গতি বেশি থাকার কারণেই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। তবে চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


Share