Rail Accident

বিহারের জামুইয়ে রেল দুর্ঘটনা, সেতুর ওপর লাইনচ্যুত মালগাড়ির ১৯টি কামরা, নদীতে পড়ল ১০টি

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, আরপিএফ, উদ্ধারকারী দল। রেলের উচ্চপদস্থ কর্তারাও সেখানে পৌঁছেছেন। যুদ্ধকালীন তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলিকে সরানোর কাজ চলছে। পাশাপাশি পাশের লাইন পরিষ্কার করার কাজ চলছে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কামরা।
নিজস্ব সংবাদদাতা, পটনা
  • শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১২:৩১

বিহারের জামুইয়ে রেল দুর্ঘটনা। সেখানে লাইনচ্যুত হয়েছে সিমেন্ট বোঝাই মালগাড়ির ১৯টি কামরা। তার মধ্যে বেশ কয়েকটি কামরা সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় জামুইয়ের বড়ুয়া নদীতে গিয়ে পড়েছে। হতাহতের খবর নেই। তবে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে।

জানা গিয়েছে, নিবার রাত সাড়ে ১১টা নাগাদ বিহারের জামুইয়ের তেলিয়াবাজার হল্ট স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। সেখানে বড়ুয়া নদীর ওপর ৬৭৬ নম্বর সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় আচমকাই সিমেন্ট বোঝাই মালগাড়ির কামরা বেলাইন হয়ে যায়। মালগাড়িটি ঝাঝার দিক আসছিল। সূত্রের খবর, ওই মালগাড়ির অন্তত ১৯টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। ১৯টি কামরার মধ্যে ১০টি কামরা সোজা গিয়ে পড়ে বড়ুয়া নদীতে। কিছু কামরা গিয়ে পড়ে পাশের লাইনে। দু'টি কামরা সেতু ওপর থেকে বিপজ্জনক ভাবে ঝুলতেও দেখা যায়।

দুর্ঘটনার জেরে আপ এবং ডাউন দু’টি লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। হাওড়া-দিল্লি মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পূর্বা এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেনকে গয়া-ধানবাদ কর্ড লাইনে ঘুরিয়ে দেওয়া হয়েছে। জসিডি-ঝাঝা রুটে ট্রেন চলাচল ব‍্যহত হয়েছে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, আরপিএফ, উদ্ধারকারী দল। রেলের উচ্চপদস্থ কর্তারাও সেখানে পৌঁছেছেন। যুদ্ধকালীন তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলিকে সরানোর কাজ চলছে। পাশাপাশি পাশের লাইন পরিষ্কার করার কাজ চলছে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। আসানসোল থেকে তিনটি রিলিফ ট্রেন রওনা দিয়েছে বলে জানিয়েছেন এক রেলের কর্তা। 


Share