British Parliament strongly condemns atrocities on minorities in Bangladesh

বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের তীব্র নিন্দা ব্রিটেনের সংসদে, ধিক্কার জানাচ্ছে স্টারমার সরকার

বব ব্ল্যাকম্যান সংসদে বলেন, “দীপাবলি হিন্দুদের উদযাপনের সময়। যেখানে অন্ধকারকে ছাপিয়ে আলোর জয় হয়। যদিও বাংলাদেশে হিন্দুরা এই উদযাপন করতে পারবেন না। তাঁদের ওপর নিপীড়ন চলছে। তাঁদের বিরুদ্ধে হিংসার ঘটনা ঘটছে।তাঁদের মন্দির থেকে বাড়িঘর সবকিছু ধ্বংস করা হচ্ছে। আমি এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।” লন্ডনের হ্যারো ইস্ট কেন্দ্রের সাংসদ বব। তাঁর এলাকায় হিন্দুদের জনসংখ্যা উল্লেখযোগ্য।

ব্রিটিশ সংসদে বব ব্ল্যাকম‍্যান।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
কলকাতা
  • শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ০৩:০৫

বাংলাদেশে হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্দশা নিয়ে ব্রিটেনের সংসদে উদ্বেগ প্রকাশ করলেন বিরোধী দলের সাংসদ বব ব্ল্যাকম্যান। গত বৃহস্পতিবার হাউস অফ কমনস-এ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হিংসার নিন্দায় সরব হন তিনি। 

ব্রিটিশ-হিন্দুদের 'অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ' (এপিপিজি)-র প্রধান বিরোধী কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান। স্বাভাবিক ভাবেই তিনিই ব্রিটেনের সংসদের নিম্নকক্ষ হাউস অফ কমনস-এ বিষয়টি উত্থাপন করেন। বাংলাদেশে হিন্দু-সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার সংক্রান্ত একটি রিপোর্ট তুলে ধরেন ব্ল‍্যাকম‍্যান। 'ইনসাইট ইউকে' নামের একটি ব্রিটিশ সংস্থার এই সাম্প্রতিক রিপোর্টে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর কীভাবে দমন-পীড়ন চালানো হয়, তা প্রকাশ করা হয়েছে।

বব ব্ল্যাকম্যান সংসদে বলেন, “দীপাবলি হিন্দুদের উদযাপনের সময়। যেখানে অন্ধকারকে ছাপিয়ে আলোর জয় হয়। যদিও বাংলাদেশে হিন্দুরা এই উদযাপন করতে পারবেন না। তাঁদের ওপর নিপীড়ন চলছে। তাঁদের বিরুদ্ধে হিংসার ঘটনা ঘটছে।তাঁদের মন্দির থেকে বাড়িঘর সবকিছু ধ্বংস করা হচ্ছে। আমি এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।” লন্ডনের হ্যারো ইস্ট কেন্দ্রের সাংসদ বব। তাঁর এলাকায় হিন্দুদের জনসংখ্যা উল্লেখযোগ্য।

এর প্রেক্ষিতে লেবার পার্টি সরকারের তরফে হাউস অফ কমনস-এর নেতা অ্যালান ক্যাম্পবেল বলেন, “আমরা সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের প্রতি এই ধরনের ঘৃণা বা হিংসার ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি। বাংলাদেশের মানবিক পরিস্থিতি নিয়ে আমরা সক্রিয়ভাবে কাজ করে চলেছি এবং করছিও। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা রক্ষার্থে আমরা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

যদিও ক্যাম্পবেল পরিষ্কার করেননি যে, ব্রিটিশ সরকার বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দিতে কী পদক্ষেপ নিয়েছেন। সংসদের নিয়মিত ‘বিজনেস অফ দ্য হাউস'-এর সময়ে সাংসদ বব ব্ল্যাকম্যান বলেন, “আগামী সপ্তাহে হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধরা দীপাবলি উদযাপন করবেন। হিন্দুদের নতুন বছরের সূচনা হবে। এটা একটা উৎসবের সময়। সবাই আনন্দ করবে ৷ কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশে তা হবে না।”

তিনি আরও বলেন, “মঙ্গলবার ‘অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর ব্রিটিশ হিন্দুজ’-এ আমরা ‘ইনসাইট ইউকে’র একটি রিপোর্ট পাই। সেখানে বাংলাদেশে হিন্দুদের উপর হিংসার ঘটনার কথা বলা হয়েছে। তাঁদের মেরে ফেলা হচ্ছে। মন্দিরগুলি ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং তাঁদের সম্পত্তি জ্বালিয়ে দিচ্ছে।”

হাউস অফ কমনস-এ বব ব্ল‍্যাকম‍্যান প্রশ্ন তোলেন, “বাংলাদেশে সংখ্যালঘুরা চরম নিষ্পেষণের মধ্যে দিন কাটাচ্ছে। তাঁদের সুরক্ষা দিতে আমরা কী পদক্ষেপ করব? এই বিষয়ে সরকারের মন্ত্রী কোনও বিবৃতি দেবেন কি?” এর আগে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের বিরুদ্ধে যে হিংসার ঘটনা ঘটেছিল, সেই বিষয়টিও তিনি সংসদে উত্থাপন করেছিলেন। 

তথ‍্য সহায়তা: পিটিআই


Share