Earthquake in Japan

জাপানে জোরালো ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৬, উপকূলবর্তী এলাকায় সুনামির সতর্কবার্তা জারি

স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিট নাগাদ জাপানের উত্তর ও পূর্ব প্রান্ত কেঁপে ওঠে। প্রভাব পড়ে হোকাইডো, আমেরি এবং ইওয়াতে এলাকায়। ভূমিকম্পের সময়ে কেঁপে ওঠা বিভিন্ন ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
কলকাতা
  • শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১২:১১

ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৭.৬। তীব্র কম্পন অনুভূত হয়েছে সেই দেশের উপকূলবর্তী এলাকায়। যার জেরে সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে। জেএমএ জানিয়েছে, ভূমিকম্পের জেরে প্রায় তিন মিটার উঁচুতে উঠে যায় ঢেউ। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ।

স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিট নাগাদ জাপানের উত্তর ও পূর্ব প্রান্ত ভূমিকম্পে কেঁপে ওঠে। প্রভাব পড়ে হোকাইডো, আমেরি এবং ইওয়াতে এলাকায়। ভূমিকম্পের সময়ে কেঁপে ওঠা বিভিন্ন ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, ঝাড়বাতি এবং বিভিন্ন গাড়ি দুলে উঠছে। এক ব্যক্তিকে বলতে শোনা যায়, "এক মিনিটের বেশি কম্পন অনুভূত হয়েছে।"

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।


Share