Alcohol Consumption Trends In America

মদ্যপানের প্রবণতা কমছে আমেরিকার তরুণদের মধ্যে, মদ বিক্রির সূচক নিম্নমুখী, আন্তর্জাতিক ওয়াইন এন্ড স্প্রিটস রেকর্ডে শোরগোল

আমেরিকানরা জানাচ্ছেন, তারা আগের তুলনায় কম অ্যালকোহল পান করছেন। কিন্তু মার্কিন প্রাপ্তবয়স্কদের প্রতি সপ্তাহে পানীয় পানের হার কয়েক দশক ধরে খুব বেশি পরিবর্তন হয়নি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
আমেরিকা
  • শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৬:৩৪

মদ্যপান থেকে দূরে সরে যাচ্ছেন আমেরিকার তরুণেরা। ফলে সেই দেশের মদ বিক্রিতে গুরুত্বপূর্ণ হ্রাস হয়েছে। আন্তর্জাতিক ওয়াইন এন্ড স্প্রিটস রেকর্ড অনুযায়ী আমেরিকার তরুণদের মধ্যে মদ্যপানের হার হ্রাসের ইঙ্গিত পাওয়া গিয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে মদ্যপান দীর্ঘমেয়াদী হ্রাস পেতে পারে কি না তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী, আমেরিকার তরুণেরা স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে প্রবণতা বাড়াচ্ছে।

আমেরিকার নাগরিকেরা জানাচ্ছেন, তাঁরা আগের তুলনায় কম মদ্যপান পান করছেন। কিন্তু আমেরিকার প্রাপ্তবয়স্কদের প্রতি সপ্তাহে মদ‍্যপানের হার কয়েক দশক ধরে খুব বেশি পরিবর্তন হয়নি বলেই দাবি করছে ওই সংস্থা। 

ইন্টারন্যাশনাল ওয়াইন এন্ড স্প্রিটস রেকর্ড সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ১৯৭৫ সাল থেকে একজন প্রাপ্তবয়স্ক আমেরিকার নাগরিক সাপ্তাহে ১০ থেকে ১২টি পানীয় পান করেন। যদিও ১৯৯৫ সালের পর তা আরও কমে যায়। ২০২১ সালে সর্বোচ্চ ১১.৫ থেকে সাম্প্রতিক প্রতি সপ্তাহে একজন ব্যক্তি প্রায় ১.১-এ নেমে এসেছে। 

বিশেষজ্ঞরা মনে করছেন, তাঁরা স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে এগিয়ে প্রবণতা বাড়াচ্ছেন। তবে এটি কি মদ্যপান থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত, নাকি মদ বিক্রিতে হ্রাস এবং তরুণদের মধ্যে মদ্যপানের হারে পতন, এই সবই সাম্প্রতিক বছরগুলিতে এক বিতর্কের জন্ম দিয়েছে। আইডব্লিউএসআরের মতে, নিজের মৌলিক আচরণগত পরিবর্তন মদ্যপান হ্রাসের একটি কারণ হতে পারে। তবে কি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল বাজারে, মদ্যপানের হার দীর্ঘমেয়াদী পতনের দিকে  যাচ্ছে বলেও মনে করা হচ্ছে। 

আইডব্লিউএসআর-এর চেয়ারম্যান মার্টিন লোডেউইকস সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, "আমরা কোনও ঐতিহাসিক নিম্নস্তরে নেই। বর্তমানে এই পতন অর্থনৈতিক চক্রের কারণে নাকি ভোক্তাদের অভ্যাসের পরিবর্তনের কারণে তা নির্ধারণ করতে কয়েক বছর সময় লাগবে।”

আইডব্লিউএসআর-এর মতে বর্তমান বাজারের উচ্চসুদের হার, মুদ্রাস্ফীতি বা রাজনৈতিক অস্থিরতার উপভোক্তাদের আর্থিক অবস্থার ওপর প্রভাব ফেলছে। এর জেরেই মদ বিক্রির পরিমাণে হ্রাস পাচ্ছে। উপভোক্তারা উচ্চমাত্রায় মদ‍্যপান ছেড়ে স্বল্পমাত্রার স্পিরিটযুক্ত পানীয় পান করার দিকে ঝুঁকছেন। সাম্প্রতিক আইডব্লিউএসআর-এর ২০২৩ থেকে ২০২৫ সালের রিপোর্টে দেখা গিয়েছে, তরুণেরা পুরনো প্রজন্মের তুলনায় মদ্যপান থেকে অনেক দূরে সরে যাচ্ছে।

তরুণদের মধ্যে মদ্যপানের প্রবণতা হ্রাস পাওয়া নিয়ে বার্কলেসের লরেন্স হোয়াইট-সহ বিশ্লেষকেরা বলছেন, সামাজিক পরিস্থিতি এবং অর্থনৈতিক চাপ তাদের মদ্যপানের পরিমাণের উপর একটি বড় ভূমিকা পালন করে।


Share