Bangladesh Turmoil

ওসমান হাদির মৃত্যুর পরে রাতভর ইসলামিক সংগঠনগুলির বিক্ষোভ ঘিরে উত্তপ্ত বাংলাদেশে, একের পর এক সংবাদমাধ্যমের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘দ্য ডেলি স্টার’-এর মহিলা সাংবাদিক জ়াইমা ইসলাম সমাজমাধ্যমে একটি পোস্ট করে লিখেছেন, “আমি ঠিক করে শ্বাস নিতে পারছি না। এখানে খুব বেশি ধোঁয়া। আমি ভিতরে রয়েছি। আপনারা আমায় হত্যা করছেন।” রাত ২টো নাগাদ আগুন নিয়ন্ত্রণে এনে সব সাংবাদিককে সুস্থ অবস্থায় উদ্ধার করে আনা হলেও শুক্রবার দুই সংবাদপত্রের কোনও মুদ্রিত সংস্করণ প্রকাশিত হবে না।

বাংলাদেশে সংবাদপত্রের অফিসে ভাঙচুর।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
দিল্লি
  • শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১১:৪৩

কোনও আইনের শাসন নেই। ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা। সিঙ্গাপুরের হাসপাতালে ‘ইনকিলাব’ মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পরে উত্তপ্ত বাংলাদেশ। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের দৈনিক সংবাদপত্র প্রথম আলো এবং দ‍্য ডেলি স্টারের অফিসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ এবং সেনাবাহিনীর কার্যত নিরব দর্শকের ভূমিকায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ক্রেন নিয়ে এসে অফিসের কর্মীদের উদ্ধার করে নিয়ে যায়।

বৃহস্পতিবার গভীর রাতে ফের বঙ্গবন্ধু মুজিবর রহমানের বাড়িতে হামলা চালিয়েছে ইসলামিক সংগঠনের সদস্যেরা। ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের মুজিবের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের অফিসে হামলার চেষ্টা করেছে আন্দোলনকারী ইসলামিক সংগঠনের সদস্যেরা। পরপর অফিস লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে রাজশাহীর মুজিবের আরেকটি বাড়ি এবং আওয়ামি লিগের অফিস।

অন‍্যদিকে, খুলনায় এক সাংবাদিককে গুলিও করে হত্যা করেছে ইসলামিক সংগঠনের সদস্যেরা। বাংলাদেশের বহু জায়গাতেই ইসলামিক বিক্ষোভকারীদের মুখে ছিল শেখ হাসিনা এবং ভারত-বিরোধী স্লোগান। রাত থেকে উপদূতাবাসের সামনে অবস্থানে বসেছেন ইসলামিক সংগঠনের ছাত্র-যুবদের একাংশ। পুলিশ এবং সেনাবাহিনীর কার্যত দর্শকের ভূমিকায় দেখা গিয়েছে বলে অভিযোগ।

‘দ্য ডেলি স্টার’-এর মহিলা সাংবাদিক জ়াইমা ইসলাম সমাজমাধ্যমে একটি পোস্ট করে লিখেছেন, “আমি ঠিক করে শ্বাস নিতে পারছি না। এখানে খুব বেশি ধোঁয়া। আমি ভিতরে রয়েছি। আপনারা আমায় হত্যা করছেন।” রাত ২টো নাগাদ আগুন নিয়ন্ত্রণে এনে সব সাংবাদিককে সুস্থ অবস্থায় উদ্ধার করে আনা হলেও শুক্রবার দুই সংবাদপত্রের কোনও মুদ্রিত সংস্করণ প্রকাশিত হবে না। নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ সাংবাদিকদের ছুটি দেওয়ায় ডিজিটাল সংস্করণেও কাজ প্রায় বন্ধ রয়েছে।


Share