Elephant Attack

জঙ্গলমহলে হাতির তাণ্ডব অব্যাহত, কয়েক ঘণ্টার ব্যবধানে দুই মৃত্যু, গতিবিধি দেখতে থার্মাল ড্রোন

জঙ্গলমহলে ফের হাতির হামলা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে মৃত্যুর ঘটনা। একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও হাতির তাণ্ডব রোখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

মেদিনীপুরে হাতির আক্রমণে দু’জনের মৃত্যু।
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ০৪:১৬

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হাতির হামলায় জঙ্গলমহলে দু’জনের মৃত্যু হয়েছে। একটি ঘটেছে মেদিনীপুর বনবিভাগের নয়াবসত রেঞ্জের বাগাখুলিয়া এলাকায়। অপরটি খড়্গপুর বনবিভাগের কলাইকুন্ডা রেঞ্জের কুলটিকরি এলাকার লোধা পাড়ায়। মৃতদের মধ্যে একজন হলেন মহিলা। অন্যজন পুরুষ।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে দলছুট হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির।মৃতের নাম মোহন সোরেন (৫৫)। ঘটনাটি ঘটেছে বাগাখুলিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। সোমবার রাতসাড়ে ৮টা নাগাদ দলছুট হাতির হামলায় মৃত্যু হয় মোহনের। পুলিশ ব্যক্তির দেহটিকে উদ্ধার করে।তারপর দেহটিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বন দফতর জানিয়েছে, মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।

২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের হাতির দলের মুখে পরে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরেখড়্গপুর বনবিভাগের কলাইকুন্ডা রেঞ্জের অধীনে ঝাড়গ্রামের কুলটিকরিতেও ঘটনাটি ঘটেছে। দলছুটহাতির হামলায় মৃত্যু হয়েছে বৃদ্ধার। মৃতার নাম জয়া আড়ি (৭৫)। স্থানীয় বাসিন্দারা জানান, পূর্ণবয়স্ক হাতি শাবককে নিয়ে গ্ৰামে ঢুকেছিল। গ্রাম ছেড়ে যাওয়ার পথে বাড়ির সামনে ওই বৃদ্ধাকে শুঁড়ে তুলেআছড়ায় ও পা দিয়ে পিষে মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার।

জঙ্গলমহলে হাতির হামলা রোধে বন দফতর সম্প্রতি একাধিক উদ্যোগ নিয়েছে। রাতে হাতিরগতিবিধির ওপর নজরদারিতে ব্যবহার করা হচ্ছিল থার্মাল ড্রোনও। তবুও লাগাম টানা যায়নিদুর্ঘটনায়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হাতির আক্রমণে প্রাণ গেল দু’জনের।


Share