Mysterious death of IIT Student

বছরে সপ্তম অস্বাভাবিক মৃত্যু, রেললাইনে মিলল খড়্গপুর আইআইটি গবেষক শ্রবণ কুমারের দেহ

রেললাইনের ধারে রহস্যজনক অবস্থায় উদ্ধার খড়্গপুর আইআইটি-র গবেষক শ্রবণ কুমার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও বাঁচানো গেল না। চলতি বছরেই অস্বাভাবিক মৃত্যু সাত, তদন্তে নেমেছে জিআরপি ও জেলা পুলিশ।

মৃত আইআইটি এর-গবেষক শ্রবণ কুমার
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৬:২১

রেল লাইনের ধারে উদ্ধার হল খড়্গপুর আইআইটি-র গবেষক শ্রবণ কুমারের দেহ। শনিবার গভীর রাতে খড়্গপুর স্টেশন সংলগ্ন পুরী গেটের কাছে রেল লাইনের ট্র্যাক থেকে ২৭ বছরের ওই গবেষককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জিআরপি। ঘটনাস্থলে ছিলেন হিজলি ফাঁড়ির পুলিশ আধিকারিকরাও। দ্রুত তাঁকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে বাঁচানো গেল না, রবিবার রাত ন'টার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শ্রবণের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার বাসিন্দা শ্রবণ মেঘনাদ সাহা হলে আবাসিক ছিলেন। ঠিক কী ভাবে তিনি রেললাইনে পৌঁছলেন, কোন ট্রেন তাঁকে ধাক্কা দেয়, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনার তদন্তে নেমেছে জিআরপি ও জেলা পুলিশ। এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, চলতি বছরেই আইআইটি খড়্গপুরে সাত জন পড়ুয়া ও গবেষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। এর মধ্যে পাঁচ জনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। গত ২০ সেপ্টেম্বর বি.আর. আম্বেদকর হলের ৫৭৭ নম্বর ঘর থেকে হর্ষকুমার পান্ডে নামে আর এক গবেষকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।


Share