Road Accident

বসিরহাটে বেপরোয়া বাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু, উত্তেজনায় রাস্তায় নেমে এল স্থানীয়রা

বসিরহাটের তেঘরিয়া মোড়ে দ্রুতগতির বাইকের ধাক্কায় পথচারী অনুপ মণ্ডল (৪২)–এর মৃত্যু হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা বাইক ভাঙচুর করে আগুন লাগান এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট
  • শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০৪:০৩

বসিরহাটে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু। মৃতের নাম অনুপ মণ্ডল (৪২)। রবিবার একটি দ্রুতগতির মোটরবাইক তাঁকে ধাক্কা দেয়। স্থানীয়দের মতে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর এলাকায় গভীর উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন। তাঁরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বসিরহাটে সংগ্রামপুর–কাটিহাট রোডের তেঘরিয়া মোড়ে ।

স্থানীয়দের দাবি, এ দিন একটি দ্রুতগতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে অনুপ মণ্ডলের গায়ে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ঘটনায় এলাকাবাসী তীব্র প্রতিক্রিয়া জানায়। তাঁদের অভিযোগ, এই রাস্তায় দীর্ঘদিন ধরে অসাবধান ও অতিরিক্ত গতিতে বাইক এবং গাড়ি চলাচল করছে। বিষয়টি প্রশাসনকে বারবার জানালেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ওই বাইকটিকে ভাঙচুর করে। তাতে আগুন লাগিয়ে দেন। পরে তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

জানা যায়, বিক্ষোভের জেরে সংগ্রামপুর–কাটিহাট রোড বেশ কিছুক্ষণ অবরোধ অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশি তৎপরতায় বিক্ষোভ থামানো সম্ভব হয়। স্থানীয়দের স্পষ্ট দাবি, রাস্তায় স্পিড ব্রেকার ও পর্যাপ্ত নজরদারি জরুরি। তাঁদের মতে, নিয়মিত পুলিশি টহল না থাকলে দুর্ঘটনা ঠেকানো সম্ভব নয়।


Share