Special Intensive Revision

হুগলিতে দু’টি বুথে খুঁজে পাওয়া যাচ্ছে না ৫০ জনের বেশি ভোটারকে, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এলাকায় নোটিস টাঙিয়ে দিলেন বিএলও

ইতিমধ্যেই এসআইআর-এর কাজের জন‍্য বিশেষ তালিকা পর্যবেক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে ১২ জন আইএএস অফিসারকে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের কাজ, ভোটার তালিকায় যাতে একজনও অবৈধ ভোটার না থাকে এবং একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে, তা নিশ্চিত করা।

এলাকায় টাঙানো হয়েছে নোটিস।
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর
  • শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১১:৩২

দুটি বুথ মিলিয়ে অন্তত ৫০ জনের বেশি ভোটার কোনও হদিশ পেলেন না বুথ স্তর আধিকারিক (বিএলও)। তাদের নামের তালিকা এলাকায় টাঙিয়ে দিলেন। হুগলির চাঁপদানীতে ঘটনায় সকাল থেকেই শোরগোল পড়ে গিয়েছে। তা দেখতে এলাকায় মানুষ ভিড় জমিয়েছেন।

জানা গিয়েছে, চাঁপদানী বিধানসভার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শেষ হয়েছে। তিন বার ওই এলাকায় ১১১ এবং ১১২ নম্বর বুথে তাঁদের ঠিকানায় গেলেও তাদের খোঁজ পাননি বিএলও। ১১১ নম্বর বুথে ২৫ জন এবং ১১২ নম্বর বুথে ৩০ জন ভোটারকে চিহ্নিত করাই যাচ্ছে না। তাঁরা কারা, বর্তমানে তাঁরা কোথায় থাকেন তা-ও জানা যায়নি। এমনকি বিএলও-দের সঙ্গে থাকা রাজনৈতিক দলের বিএলএ-রাও তাঁদের হদিশ দিতে পারেনি বলেও জানা গিয়েছে। 

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনও ভোটারের হদিশ না পাওয়া গেলে এলাকায় নোটিশ টাঙিয়ে দেওয়ার কথা। সেই মতো এলাকায় তালিকা ঝুলিয়ে নোটিস টাঙিয়ে দিলেন বুথ স্তরের আধিকারিক (বিএলও)।

স্থানীয় বাসিন্দাদের কথায়, যদি সঠিক ভোটার হন, তাহলে এলাকায় থাকবেন। নয়ত তার পরিবার এবং আত্মীয় স্বজনেরা থাকার কথা। এক্ষেত্রে কাউকে পাওয়া যায়নি। তাঁদের মতে, এসআইআর-এর মাধ্যমে প্রকৃত বৈধ ভোটারদের নাম থাকুক। অবৈধ ভোটার বাদ যাক।

পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ। ভোটার তালিকা স্বচ্ছ করতে জোরকদমে কাজ চলছে। ইতিমধ্যেই এসআইআর-এর কাজের জন‍্য বিশেষ তালিকা পর্যবেক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে ১২ জন আইএএস অফিসারকে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের কাজ, ভোটার তালিকায় যাতে একজনও অবৈধ ভোটার না থাকে এবং একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে, তা নিশ্চিত করা। 


Share    

SIR