Teachers protest

দায়িত্ব বুঝিয়ে না যাওয়ার বিপাকে কলেজ, এসআইআরের ব্যস্ততায় জিবি মিটিংয়ে বসতে নারাজ প্রশাসন

নতুন ক্লাস শুরু হলেও সেমিস্টারের খাতা ও রেজিষ্টার না থাকায় পঠনপাঠন যথেষ্ট বিঘ্নিত হচ্ছে। দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও সমস্যার কোন সমধান সুত্র বের হয়নি। ফলে উপায় না দেখে বিক্ষোভে বসেছেন শিক্ষক-শিক্ষিকারা।

কেশপুর সুকুমার মহাবিদ্যালয়ে
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরে
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০২:৩০

পশ্চিম মেদিনীপুরের কেশপুর সুকুমার মহাবিদ্যালয়ে মঙ্গলবার অবসর প্রাপ্ত অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ। অভিযোগ, এক মাসের বেতন পাননি কলেজর শিক্ষক, শিক্ষিকা- সহ অন্যান্য কর্মচারীরা। এছাড়া কলেজের নতুন সেমিস্টারের খাতা ও রেজিষ্টার না থাকায় পঠনপাঠন যথেষ্ট বিঘ্নিত হচ্ছে। যদিও তাঁরা জানাচ্ছেন, বিক্ষভের ফলে ছাত্র-ছাত্রীদের অব্যহত রয়েছে।

কলেজ সূত্রের খবর, দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও সমস্যার কোন সমধান সুত্র বের হয়নি। প্রশাসন বা গভর্নর এসআইআর এর কাজের বাহানা দিয়ে কলেজের জিবি মিটিং বসতে পারবেন না বলে জানিয়েছেন। ফলে উপায় না দেখে বিক্ষোভে বসেছেন শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের দাবি, অবসর প্রাপ্ত অধ্যক্ষ কলেজের বর্তমান অধ্যক্ষকে দায়িত্ব বুঝিয়ে না যাওয়ায় তাদের কলেজে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

ঘটনা প্রসঙ্গে ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান বলেন, ‘পুজোর পর ১৫ দিন মত ক্লাস শুরু হলেও ক্লাস করার জন্য প্রয়োজনীয় চক, ডাস্টার ও প্র্যক্টিক্যালের জিনিসপত্র কিছুই পাওয়া যাচ্ছে না। পাশাপাশি এক মাসের বেতন পাইনি আমরা।‘ তাদের বিক্ষোভের কারণে পঠনপাঠনের কোনোরকম ক্ষতি হচ্ছে কিনা তা জানতে চাওয়া হলে তাঁরা জানায়, তাঁরা তাদের কাজ অব্যাহত রেখেই তাদের অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তার কোনো রকম প্রভাব পঠনপাঠনের ওপর পড়ছে না।

কলেজের বর্তমান অধ্যক্ষ জানিয়েছেন তাকে দায়িত্ব দেওয়ার দিন থেকেই সমস্ত রেজিষ্টার খাতা সহ ছাত্র ছাত্রী দের মার্কশিট ও অবসর প্রাপ্ত অধ্যক্ষের ঘরেরই তালা বন্দী অবস্থায় রয়েছে। তিনি এও জানান ওপর মহলে এই সমস্যা জানানো হলে তারা এসআইআর এর কাজের জন্য মিটিং এ বসতে পারছেন না বলে জানিয়েছেন।


Share