Dead Body Recovered

হুগলির উত্তরপাড়ায় ব‍্যক্তির রহস্যমৃত্যু, বাড়ির ভিতর থেকে পচাগলা দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মৃতের বাড়ি অমরনাথ ব্যাঙ্ক কলোনি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় উত্তরপাড়া থানার পুলিশ। পচাগলা অর্ধনগ্ন দেহটি উদ্ধার করে তাঁরা শ্রীরামপুর ওয়াস হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ কী তা স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

ঘটনাস্থল পরীক্ষা করছেন পুলিশ আধিকারিকেরা
নিজস্ব সংবাদদাতা, উত্তরপাড়া
  • শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০২:৪৩

বাড়ির ভিতর থেকে উদ্ধার হল অর্ধনগ্ন ব‍্যক্তির পচাগলা মৃত দেহ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। উত্তরপাড়া থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে যুবকের, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারীরা।

মৃতের নাম মনোরঞ্জন বসাক। তাঁর বয়স ৪৬ বছর। স্থানীয় সূত্রের খবর, মনোরঞ্জন একই বাড়িতে বৃদ্ধা মা, বিবাহিত বোন ও তাদের পরিবারকে নিয়ে থাকতেন। পরিবার সূত্রের খবর, কিছুদিন আগেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে মনোরঞ্জনের। তার পর থেকেই নেশাগ্রস্থ হয়ে পড়েন মনোরঞ্জন। স্থানীয়দের একাংশের কথায়, একজনের মৃত্যু হয়েছে, তা-ও একতলার লোক কীভাবে জানল না। মৃতদেহের পচা গন্ধ কীকরে টের পেলেন না তাঁরা?

মৃতের বাড়ি অমরনাথ ব্যাঙ্ক কলোনি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় উত্তরপাড়া থানার পুলিশ। পচাগলা অর্ধনগ্ন দেহটি উদ্ধার করে শ্রীরামপুর ওয়াস হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ কী তা স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।


 


Share