Fire Incident

বড়দিনের কেক তৈরির স্বপ্ন পুড়ে ছাই, পিংলায় রাতের বেকারিতে ভয়াবহ অগুন, এক ঘন্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

পশ্চিম মেদিনীপুরের পিংলায় গভীর রাতে একটি বেকারিতে ভয়াবহ আগুন লাগে। বড়দিনের কেক তৈরির জন্য মজুত লক্ষাধিক টাকার সামগ্রী মুহূর্তে পুড়ে যায়। স্থানীয়দের খবর পেয়ে দমকল এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ভস্মীভূত বেকারি
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
  • শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ০৩:৫০

গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের পিংলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ এলাকার একটি বেকারিতে আচমকা আগুন লেগে যায়। বড়দিনের কেক তৈরির জন্য বেকারির ভিতরে লক্ষাধিক টাকার সামগ্রী মজুত ছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকল কর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পাশের দোকানের এক কর্মী। সেই সময় তিনি বেকারি থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তিনি তৎক্ষণাৎ স্থানীয়দের খবর দেন। বেকারির মালিককেও বিষয়টি জানানো হয়। খবর পেয়ে প্রথমে এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশের প্রাথমিক অনুমান, বেকারিতে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বেকারির ভিতরে ঘি, ভোজ্যতেল-সহ একাধিক দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে আগুন ভয়াবহ আকার নেয়। বেকারির মালিক সৌরভ মণ্ডল জানান, সামনে বড়দিনের কারণে প্রচুর কাঁচামাল ও উপকরণ মজুত ছিল। সব কিছু আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়েও তদন্ত করে দেখা হচ্ছে।


Share