Child Injured Due to Blast

হাওড়ায় মাঠে ব‍্যাডমিন্টন খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ, গুরুতর জখম নাবালক

হাওড়ার ব্যাঁটরা থানা লাগোয়া ভোলানাথ কবিরাজ লেনে মাঠে খেলতে গিয়ে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে গুরুতর জখম হল রৌসন সিংহ নামে এক বালক।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ০৭:০০

মাঠে খেলতে গিয়ে বিপত্তি। আচমকা বোমা ফেটে জখম হল এক বালক। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার ব্যাঁটরা থানা থেকে মাত্র একশো মিটার দূরে ভোলানাথ কবিরাজ লেন এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে বাচ্চাদের দল পাড়ার মাঠে ব্যাডমিন্টন খেলছিল। হঠাৎ মাঠ থেকে বিকট শব্দ হয়। তৎক্ষণাৎ এলাকার বেশ কয়েক জন মাঠে দৌড়ে যান। তাঁরা দেখেন, এক বালক মাটিতে শুয়ে রয়েছে। যন্ত্রণায় ছটফট করছে সে। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

স্থানীয়েরা বিস্ফোরণের উৎস খুঁজতে গিয়ে ফেটে যাওয়া বোমার টুকরো পান। স্থানীয়রা জানান, দুপুর ৩টে নাগাদ বোমা ফেটে বিস্ফোরণ হয়েছে। তাতে রৌসন সিংহ নামে এক বালক গুরুতর জখম হয়েছে। পরিবার সূত্রে খবর, বালকের ডান হাত এবং ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে ব্যাঁটরা থানার পুলিশ। কে বা কারা বোমা রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারাও গিয়েছেন। হাওড়া সিটি পুলিশের ডিসিপি তফিজুল আজহার বলেন, ‘‘পরিত্যক্ত বোমা ফেটে একটি দুর্ঘটনা হয়েছে। সেটা কী রকমের বোমা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আতশবাজিও হতে পারে।’’ তিনি আরও বলেন, ‘‘ফরেন্সিক দলকে খবর দেওয়া হয়েছে। একটি শিশু গুরুতর জখম হয়েছে। আমরা তদন্ত করছি।’’


Share