Forced to resign under party pressure

দলের চাপে ইস্তফা দিতে বাধ্য হলেন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী

দলীয় সূত্রের খবর, গত লোকসভা ও বিধানসভা ভোটের ফল খারাপ হওয়ায় এই সিধান্ত। ঘটনায় আদিত্য নিয়োগী জানান, গত শনিবার এসএমএসের মাধ্যমে তাঁকে জানানও হয় ৭ দিনের মধ্যে ইস্তফা দিতে হবে।

বাঁশবেড়িয়া পুরসভা
নিজস্ব সংবাদদাতা, বাঁশবেড়িয়া
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ০৫:৫৪

অবশেষে ইস্তফা দিলেন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। জানা গেছে, দলের নির্দেশে পদত্যাগ করেন তিনি। বেশ কয়েকদিন ধরেই টালবাহানা চলছিল। অবশেষে নিজের কাজের সময়কাল শেষ হওয়ার আগেই আড়াই বছরের মাথায় মঙ্গলবার পদত্যাগ করেন আদিত্য। দলীয় সূত্রের খবর, পুরসভার নতুন চেয়ারম্যান হতে পারেন তাপস মুখার্জি।

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। গত ৮ নভেম্বর দলের তরফ থেকে তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁই-সহ চুঁচুড়া ও বাঁশবেড়িয়া দুই পুরসভার চেয়ারম্যানদের পদত্যাগ করতে বলা হয়। দলীয় সূত্রের খবর, গত লোকসভা ও বিধানসভা ভোটের ফল খারাপ হওয়ায় এই সিধান্ত। ঘটনায় আদিত্য নিয়োগী জানান, গত শনিবার এসএমএসের মাধ্যমে তাঁকে জানানও হয় ৭ দিনের মধ্যে ইস্তফা দিতে হবে।

তারপর আজ সোমবার চুঁচুড়া সদর মহকুমা শাসক অয়ন নাথের কাছে তার ইস্তফা পত্র জমা দেন তিনি। তাঁর বক্তব্য, ‘গত আড়াই বছর ধরে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। তবে দলের সিধান্ত অনুযায়ী ইস্তফা দিলাম।‘ তৃনমূল সূত্রের খবর, আগের সিআইসি ভোটে ২২ টি আসনের মধ্যে মাত্র তিনটি আসনে জয়ী হয়েছিল তৃনমূল। কার্যত তার কারণেই এই সিধান্ত শাসক দলের। 

প্রসঙ্গত, বাঁশবেড়িয়া পুরসভার আগের চেয়ারম্যান আরিজিতা শীলের ওপর দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আদিত্য। তাঁর ২৪ ঘণ্টার মধ্যেই আদিত্য নিয়োগীর ওপর গুলি চালান হয়। গুলিটি তাঁর পিঠে লাগে। গুলি চালানোর অভিযোগ ওঠে আরিজিতা শীলের স্বামী সত্যরঞ্জন শীলের ওপর। এই দুই মামলাই চলছে কলকাতা হাই কোর্টে। এরপর রাতারাতি আরিজিতা শীলের বদলে আদিত্য নিয়োগীরকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু তিনিও তাঁর সময়কাল সম্পূর্ণ করতে পারলেন না।


Share