MLA–BMOH Faceoff

‘কুকথা’ বিতর্কে উত্তাল আমতা, বিএমওএইচের বিরুদ্ধে গড়হাজিরা ও রেফার দুর্নীতির অভিযোগ বিধায়কের, পাল্টা চিঠি স্বাস্থ্য দফতরের

আমতা গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত বিএমওএইচ-এর সঙ্গে প্রকাশ্য সংঘাতে জড়ালেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক। পাল্টা ভাবে বিধায়কের বিরুদ্ধেও স্বাস্থ্য দফতরের কাছে অভিযোগ জানিয়েছেন বিএমওএইচ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।

উলুবেরিয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাজি
নিজস্ব সংবাদদাতা, উলুবেরিয়া
  • শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ০১:৫০

আমতা গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত বিএমওএইচ পায়েল বিশ্বাসের সঙ্গে প্রকাশ্য সংঘাতে জড়ালেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাজি। বিএমওএইচের বিরুদ্ধে হাসপাতালে অনুপস্থিতি, রোগী রেফার-সহ একাধিক অভিযোগ তুলেছেন বিধায়ক। পাল্টা ভাবে বিধায়কের বিরুদ্ধেও স্বাস্থ্য দফতরের কাছে অভিযোগ জানিয়েছেন বিএমওএইচ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিজেপির দাবি, তৃণমূল বিধায়ক বিএমওএইচকে কুকথা বলেছেন। আমতার বিজেপি নেতা পিন্টু পাড়ুই বলেন, ‘তৃণমূলের বিধায়ক বিএমওএইচ–এর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাঁকে কুকথা বলেছেন। এর জন্য তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত।’

এদিকে সম্প্রতি নির্মল মাজির একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএমওএইচ যদি মাসে দু’লক্ষ টাকা বেতন পেয়ে সপ্তাহে দু’দিন আসেন, তাঁকে পাঁচদিন হাসপাতালে আসতে বলাটা যদি কুকথা হয়ে থাকে, আমি একবার নয়, একশোবার বলব।’

সংবাদ মাধ্যমের কাছে বিধায়কের অভিযোগ, বিএমওএইচ সপ্তাহে মাত্র দু’দিন অফিসে আসেন এবং সেই সময় তাঁর চেম্বারে সিপিএম, কংগ্রেস ও বিজেপি নেতারা বৈঠক করেন। রোগীর সিটিস্ক্যানের জন্য প্রয়োজনীয় স্বাক্ষর না করে তিনি বেসরকারি সংস্থাকে সুবিধা করে দেন বলেও অভিযোগ তোলেন নির্মল। তাঁর আরও দাবি, ওই বিএমওএইচ আগে পুরাশ হাসপাতালে কর্মরত ছিলেন, যেখানে পাঁচটি শিশু মৃত্যু ও চারজন মহিলার মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনায় বিক্ষোভের মুখে বদলির সময় স্থানীয়রা লাড্ডু বিতরণ করেছিলেন।

অন্যদিকে বিএমওএইচ পায়েল বিশ্বাস জানিয়েছেন, তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সমস্ত বিষয় অবগত করেছেন। তবে বিধায়কের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ করেছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে চাননি। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।


Share