Body recovered of TMC leader

দুর্গাপুরে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের

স্থানীয়দের অভিযোগ, বাগান বাড়িতে মাঝেমধ্যেই আসতেন নিখিলবাবু।তিনি এলাকায় তৃণমূলের ভালো রাজনৈতিক সংগঠক ছিলেন। তাঁর দেহটি হাঁটু থেকে মেঝেতে ঠেকে রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দ্রুত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের খুঁজে গ্রেফতার করতে হবে।

নিখিল নায়েক।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট:২০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪০

ঝুলন্ত অবস্থায় বাগান বাড়ি থেকে উদ্ধার হল তৃণমূল নেতার দেহ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এ ঘটনা ঘটেছে। মৃত তৃণমূল নেতার নাম নিখিল নায়েক (৬৪)। তিনি কমলপুরের বাসিন্দা। কীভাবে ওই নেতার মৃত্যু হল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিখিলবাবুকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মেঝের বেঞ্চের উপর নামানো রয়েছে মাংস ভাতের থালা। আর সিড়ির গ্রিল থেকে গলায় দড়ি বাধা অবস্থায় এবং হাঁটু থেকে নিখিলবাবুর দেহ পড়ে রয়েছে মেঝেতে। ঘরের বাইরে মরে পড়ে রয়েছে একটি মুরগি। 
অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে চার ঘন্টা ধরে পুলিশকে দেহ তুলতে বাধা দেয় স্থানীয়েরা। উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে শেষমেষ পৌছালেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি তদন্তের আশ্বাস দেওয়ায় পরেই স্থানীয়েরা পুলিশকে দেহ নিয়ে যেতে দেয়।
তবে দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের প্রবীণ তৃণমূল নেতা নিখিলবাবুকে কে বা কারা খুন করল তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। খাবারে বিষ মিশিয়ে খুন করা হয়েছে না কী এর পিছনে রয়েছে অন্য কোন কারণ রয়েছে তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। 
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্ত বলেন,”একজনের দেহ উদ্ধার হয়েছে। বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে। তদন্ত শুরু হয়েছে। দ্রুত এই ঘটনার রহস্য উন্মোচিত হবে।”
রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,”খবর পেয়েই আমি ছুটে এসেছি। নিখিলবাবু একজন বরিষ্ঠ সংগঠক ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। আমি রাজ্য সরকারের হয়ে পুলিশের কাছে দাবি রাখছি সঠিক তদন্তের। দ্রুত এই ঘটনার কিনারা হবে বলে আমি আশাবাদী।” 
স্থানীয়দের অভিযোগ, ”বাগান বাড়িতে মাঝেমধ্যেই আসতেন নিখিলবাবু।তিনি এলাকায় তৃণমূলের ভালো রাজনৈতিক সংগঠক ছিলেন। তাঁর দেহটি হাঁটু থেকে মেঝেতে ঠেকে রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দ্রুত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের খুঁজে গ্রেফতার করতে হবে।”


Share