Nabanna Abhiyan

নবান্ন অভিযানে পুলিশকে মারধর, হাই কোর্টের নির্দেশ অমান্য, মোট পাঁচটি মামলা রুজু করল কলকাতা পুলিশ

‘নবান্ন অভিযান’-এর দিন বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে পাঁচটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়ে কলকাতা পুলিশ।

আন্দোলনকারীদের হটাতে পুলিশের লাঠিচার্জ।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:১১ আগস্ট ২০২৫ ০৩:৫১

নবান্ন অভিযানের দিন বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় মোট পাঁচটি মামলা রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। থানায় তলবও করা হয়নি। পুলিশ জানিয়েছে, ‘তদন্ত শুরু হয়েছে’।

গত শনিবার আরজি করকান্ডের এক বছর পূর্তিতে নির্যাতিতার মা-বাবার ডাকে ‘নবান্ন অভিযান’-এর ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিলে সমর্থন জানিয়েছিলেন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই দিন পুলিশের নির্ধারিত রাণি রাসমনি রোডে না গিয়ে মিছিল হেস্টিংস মুখী হয়। পুলিশের দাবি, আন্দোলনকারীরা হাই কোর্টের নির্দেশ অমান্য করেছে। কলকাতা পুলিশ জানিয়েছে, সেই নির্দেশ অমান্য করার হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু করা হয়েছে। ওই থানায় আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার কলকাতা পুলিশ জানিয়েছে, ভারতীয় ন‍্যায় সংহিতার ২৮৫/২২৩/১৮৯(২)/৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।

লালবাজার জানিয়েছে, ওই দিন কিছু গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদের সময় আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটেছে। সেদিন পার্কস্ট্রিটে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি ঠেকাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পুলিশের দাবি, সেই সময় আন্দোলনকারীদের মারে এক কনস্টেবল গুরুতর জখম হন। পার্কস্ট্রিটের এই ঘটনায় নিউ মার্কেট থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার।

এ ছাড়াও মিছিল যাওয়ার সময় প্রেস ক্লাবের সামনে তৃণমূলের হকার্স ইউনিয়নের অফিসও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। সেখানেই ‘রাখি’র স্টল করেছিল তৃণমূল। সেখানেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে নিউ মার্কেট থানায় দু’টি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি এক সাংবাদিককের ক্যামেরা নষ্ট ও তাকে জোরপূর্বক আটক রাখার অভিযোগেও নিউ মার্কেট থানায় মামলা দায়ের করা হয়েছে।

লালবাজার সোমবার জানিয়েছে, সেদিনের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। এ দিন এক কর্তা জানান, মামলা রুজু হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। তার পরেই ব্যবস্থা নেওয়া হবে।


Share