Youth Beaten By Civic Volunteer

পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশনে যুবককে বেধড়ক মারধর, কাটা গেল আঙুল, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

জখম যুবকের নাম আব্দুল রহমান শেখ (২৪)। জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ন’টা নাগাদ তিনি সমুদ্রগড় স্টেশন থেকে নবদ্বীপ যাওয়ার টিকিট কাটেন।

স্টেশনে যুবককে মারধরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া
  • শেষ আপডেট:১৯ জুলাই ২০২৫ ০১:৫৪

রেল স্টেশনের মধ্যে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশনে ট্রেন ধরবে বলে স্টেশনে বসে ছিল জখম যুবক। অভিযোগ, সেই সময়ই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার তাঁর ওপর চড়াও হয়। এর পরেই ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়। এর জেরে যুবকের আঙুল কেটে পড়ে যায়। অভিযুক্তকে পুলিশ আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জখম যুবকের নাম আব্দুল রহমান শেখ (২৪)। জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ন’টা নাগাদ তিনি সমুদ্রগড় স্টেশন থেকে নবদ্বীপ যাওয়ার টিকিট কাটেন। তাঁর দাবি, ট্রেন স্টেশনে আসার আগে প্ল্যাটফর্মে বসে মোবাইলে গেম খেলছিলেন। সেই সময় এক সিভিক ভলান্টিয়ার আব্দুলের ফোন দেখছিলেন। আব্দুল ওই সিভিককে প্রশ্ন করেন, কেন তিনি তাঁর ফোনের দিকে তাকিয়ে রয়েছেন। অভিযোগ, তার পর ফোনটি কেড়ে নেয় ওই সিভিক ভলান্টিয়ার। বাদানুবাদ চড়মে উঠলে সিভিক ভলান্টিয়ার ওই যুবককে রেল পুলিশের অফিসে নিয়ে যায়।

জখম যুবকের দাবি, এ দিন তাঁকে মারতে মারতে অফিসের ভিতরে ঢোকাতে গেলে তিনি গ্রিলের গেট চেপে ধরে। অভিযোগ, সেই সময় তাঁর হাতে ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। আঘাতের তীব্রতা এতটাই ছিল যাতে  তাঁর আঙুলের উপরের অংশ কেটে মাটিতে পড়ে যায়।

জানা গিয়েছে, স্টেশনে সেই সময় টিকিট চেকিং চলছিল। সেই সময় যুবকের সঙ্গে বচসা হয় সিভিক ভলান্টিয়ারের। তার জেরে মারধর করা হয়েছে বলে অভিযোগ। যদিও, আহত যুবক পরিষ্কার জানিয়েছেন, তিনি টিকিট কেটেই প্ল্যাটফর্মে এসেছিলেন। রেল পুলিশের দাবি, যুবককে ওয়েটিং রুম ঢোকানোর সময় গেটে আঙুল লেগে কেটে গিয়েছে।

জখম যুবক আব্দুল বলেন, “প্ল্যাটফর্মে বসে ফোন ঘাঁটছিলাম। হঠাৎ আমার হাত থেকে ফোন নিয়ে নেয়। আমি তো বুঝতেই পারলাম না কেন আমার ফোন কেড়ে নিল। তার পর মারতে মারতে নিয়ে গেল। তখনই আঙুল কেটে বাদ গেছে।”

শনিবার এক স্থানীয় ব্যক্তি বলেন, “স্থানীয় ছেলেরা প্ল্যাটফর্মে বসে আড্ডা মারে। ওই ছেলেটাও গেম খেলছিল। তার পর ফোন কেড়ে নেয়। মারতে-মারতে ওকে নিয়ে চলে যায়। ওর আঙুল কেটে বাদ হয়ে গিয়েছে। তারপরও ওকে মারল।”

সিভিকের ‘দাদাগিরি’র এই খবর প্রকাশ্যে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। স্টেশন চত্বরে ভিড় জমান এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায়। জখম যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেল স্টেশনে যদি টিকিট চেকিংয়ের সময় যদি কেউ ধরা পড়েন তাঁকে ধরে নিয়ে যাওয়ার এক্তিয়ার সিভিক ভলান্টিয়ারের নেই বলে দাবি করেছেন এক রেলকর্তা।


Share