Bardhaman Accident

স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ দুর্ঘটনা পূর্ব বর্ধমানে, দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ১০

শুক্রবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। পূর্ব বর্ধমানের নলা ফেরিঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

ক্রেন ব‍্যবহার করে সরানো হচ্ছে বাসটিকে।
নিজস্ব সংবাদদাতা: কালনা
  • শেষ আপডেট:১৫ আগস্ট ২০২৫ ১২:৩৩

স্বাধীনতা দিবসের সকালে পূর্ব বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে। ১০ জন প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও ৩৫ জন। জানা গিয়েছে, যাত্রীরা কোলকাতা থেকে বিহার যাচ্ছিলেন। জখমদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে বাসটিকে সারানোর কাজ শুরু হয়েছে। 

শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাচ্ছিল একটি বেসরকারি  যাত্রীবাহী বাস। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল বালি বোঝাই লরি। সেই লরির পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায়  দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, ৪৫ জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ দিন সকাল ৭টা ২০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই বাসে পাঁচ শিশু-সহ ৪৫ জন যাত্রী ছিলেন। তাঁরা গঙ্গাসাগরে গিয়েছিলেন। সেখানে পূণ্যস্নান সেরে তাঁরা বাসে চেপে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেখানে যাওয়ার পথে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তাদের সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়েরাও। বাসটির সামনের দিকের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। তা সরাতে নিয়ে আসা হাইড্রোলিক ক্রেন। এর জেরে জাতীয় সড়ক বেশ কিছু ক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। জখমদের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। কী কারণে দুর্ঘটনা তা-ও খতিয়ে দেখছে পুলিশ।


Share