Fire Incident

ওভারহেড তারে শর্ট সার্কিট!সিউড়িতে খড় বোঝাই গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা জনবহুল এলাকা

সিউড়ির করিধ্যায় খড় বোঝাই একটি গাড়িতে আচমকাই আগুন লাগে রবিবার রাতে। ওভারহেড তারে শর্ট সার্কিট থেকে স্ফুলিঙ্গ পড়ে আগুন লেগেছে বলে আশঙ্কা স্থানীয়দের।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, সিউড়ি
  • শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০৩:১৭

খড় বোঝাই গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড সিউড়িতে।  সূত্রের খবর, রবিবার রাতে একটি খড় ভর্তি গাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। খবর পেয়ে সিউড়ির দমকল বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছোয়। অবশেষে রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল সিউড়ির একটি জনবহুল এলাকা। স্থানীয়দের দাবি,

ওভারহেড তারে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়। সেই শর্ট সার্কিট থেকেই আগুনের স্ফুলিঙ্গ খড় বোঝাই গাড়ির ওপর এসে পড়ে। আগুন টের পেয়ে চালক দ্রুত গাড়িটিকে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি তড়িঘড়ি করে লক্ষীন্দরপুরের দিকে যাওয়ার রাস্তায় গাড়িটি ঢুকিয়ে দেন। গাড়িটি মাত্র ৫০ মিটার দূরে একটি জনবহুল এলাকার দিকে এগোচ্ছিল। ঠিক সেই মুহূর্তে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গেই খড়ে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।

জানা গিয়েছে, প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে। পরে নিয়ন্ত্রণে না এলে দমকল বাহিনীকে খবর পাঠানো হয়। সিউড়ির দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। তবুও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর পরে স্থানীয় একটি পুকুরে পাম্প বসিয়ে সেখান থেকে জল দিয়ে আগুন নেভানো হয়। ঘটনাকে কেন্দ্র করে সিউড়ির করিধ্যার এই জনবহুল এলাকায় উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়। তবে ঘটনার পর থেকে সেই গাড়ির চালক এবং খালাসী পলাতক। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে।


Share