Weather Update

উত্তুরে হাওয়ার দাপটে বঙ্গে শীতের দাপট, লাগাতার তিন দিন ধরে ১৫ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে এখন রাজ্যজুড়ে সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ও তার আশপাশে ঘোরাফেরা করছে ৷ তবে এটা যে সবে শীতের শুরু তা বলাই যায়৷ বেলার রোদে সামান্য উত্তাপ রয়েছে । কিন্তু ভোর এবং সূর্যাস্তের পরে ঠান্ডা বেশ ভালোই মালুম হচ্ছে ৷

লাগাতার তিন দিন ধরে ১৫ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১০:৪৫

লাগাতার তিন দিন ধরে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। আপাতত শুকনো আবহাওয়া। উত্তুরে হাওয়ার দাপটে শীত বঙ্গে ভালই ঘাঁটি গেড়ে ফেলল । দেরিতে হলেও শুরু থেকেই যথেষ্ট মারকুটে ব্যাটিং করছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে শীতের দাপট যথেষ্ট।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে এখন রাজ্যজুড়ে সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ও তার আশপাশে ঘোরাফেরা করছে ৷ তবে এটা যে সবে শীতের শুরু তা বলাই যায়৷ বেলার রোদে সামান্য উত্তাপ রয়েছে । কিন্তু ভোর এবং সূর্যাস্তের পরে ঠান্ডা বেশ ভালোই মালুম হচ্ছে ৷ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে গত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা নিচে ঘোরাফেরা করছে । সোমবারও দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন । সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস ।

দক্ষিণের মত উত্তরবঙ্গেও একই পরিস্থিতি । শুষ্ক আবহাওয়া ও শীতল হাওয়ার দাপটে পারদ স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা নিচে । সোমবার উত্তরবঙ্গের সমতলের মধ্যে শীতলতম স্থান ছিল আলিপুরদুয়ার ৷ এদিন সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে । উপরের পাহাড়ি অঞ্চলে বেশি শীতলতম স্থান ছিল দার্জিলিং ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.২ ডিগ্রি সেলসিয়াস । যা রাজ্যের মধ্যে শীতলতম তো বটেই ।

আগামী দু'দিনে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের । আবহাওয়াবিদরা বলছেন, চলতি সপ্তাহে তাপমাত্রার তেমন উল্লেখযোগ্য পরিবর্তন নেই । তবে ঠান্ডার দাপট চলবে । অর্থাৎ, বলা যায় পৌষ মাসের আগেই শীতের দাপটের প্রথম ইনিংস চলছে বাংলায় ।

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১.০৬ ডিগ্রি নিচে । সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি নিচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৯ এবং সর্বনিম্ন ৪৪ শতাংশ ।


Share