Weather Update

ফের শীতের আমেজ কিছুটা কমল, সপ্তাহ শেষে বাড়বে তাপমাত্রা

আবহাওয়া দফতর জানিয়েছেন, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। তার ফলেই কার্যত উধাও শীতের আমেজ। পারদ পতন থাকে আবার পারদ উঠতে শুরু করেছে। তার ফলে বেলার দিকে বেশ কিছুটা গরমের সম্মুখীন হচ্ছে রাজ্যবাসী।

ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১১:৪১

ফের শীতের আমেজ বেশ কিছুটা কমল। সপ্তাহ শেষে উষ্ণতা আরও সামান্য বাড়তে পারে। আগামী পাঁচ দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বেলার দিকে তো বটেই সকাল ও সন্ধ্যাতেও শীতের আমেজ সামান্য কমবে। দিনভর শীতের অনুভূতি কার্যত উধাও। আপাতত ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই রাজ্যে। মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা।

আবহাওয়া দফতর জানিয়েছেন, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। তার ফলেই কার্যত উধাও শীতের আমেজ। পারদ পতন থেকে আবার পারদ উঠতে শুরু করেছে। তার ফলে বেলার দিকে বেশ কিছুটা গরমের সম্মুখীন হচ্ছে রাজ্যবাসী।

চলতি সপ্তাহে আরও সামান্য বাড়বে তাপমাত্রা। শুক্রবার পশ্চিমের জেলায় ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার সৃষ্টি হবে। তার পরেই মূলত পরিষ্কার আকাশ। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 

উত্তরবঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পার্বত্য এলাকা বা ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। মালদহ ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।

কলকাতায় আজ রাতের তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি। উইকেন্ডে উষ্ণতা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯২ শতাংশ। 


Share